বীরাঙ্গনা
বাংলার স্বাধীনতার অবদান শুধু
অস্ত্রর জোরে আসেনি।
কত শত মা বোনের ইজ্বত নিলো
পাক বাহিনী ও রক্ত চোষিনী।
ওরা কত হিংস্র পশু হায়নার দল
কত মায়ের সতিত্ব করলো নষ্ট।
ওদের একটু কি মায়া হয়নি
হয়নি কি কোন কষ্ট।
বীরাঙ্গনা ওরা ছিলো মুক্তি সেনার
গুপ্ত গোয়ন্দা এক অংশ।
মুক্তি সেনা ও বীরাঙ্গনা মা বোনরা
করলো পাক দূর্গ ধ্বংস।
বীরাঙ্গনা জানাই তোমাদের
হাজার হাজার সেলাম।
তোমাদের অবদানে আজ মোরা
স্বাধীনতা ফিরে পেলাম।
অস্ত্রর জোরে আসেনি।
কত শত মা বোনের ইজ্বত নিলো
পাক বাহিনী ও রক্ত চোষিনী।
ওরা কত হিংস্র পশু হায়নার দল
কত মায়ের সতিত্ব করলো নষ্ট।
ওদের একটু কি মায়া হয়নি
হয়নি কি কোন কষ্ট।
বীরাঙ্গনা ওরা ছিলো মুক্তি সেনার
গুপ্ত গোয়ন্দা এক অংশ।
মুক্তি সেনা ও বীরাঙ্গনা মা বোনরা
করলো পাক দূর্গ ধ্বংস।
বীরাঙ্গনা জানাই তোমাদের
হাজার হাজার সেলাম।
তোমাদের অবদানে আজ মোরা
স্বাধীনতা ফিরে পেলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ০২/০৪/২০১৬দারুন
-
শ.ম. শহীদ ০১/০৪/২০১৬অনেক সুন্দর। স্বাধীনতা আমাদের অহংকার। আর যাঁদের আত্মত্যাগ আর সম্ভ্রমের বিনিময়ে তা অর্জিত হয়েছে তাঁরা মহান মানব-মানবী। নত শীরে শ্রদ্ধা জ্ঞাপন করি।
ভালো থাকুন কবি। -
হাসান কাবীর ৩১/০৩/২০১৬বিষয়বস্তু ভালো, স্তবকে ছন্দমিল রাখতেই হবে এমন অবশ্যাম্ভাবি নিয়ম নেই, প্রকাশটাই আসল, ভালো হয়েছে,আরো ভালো হবে।