নগ্ন পল্লী
সমাজ আজ সভ্য নেই আছে শুধু
নোংরা অসভ্য নগ্ন পল্লী।
যেখানে নারী হয় গণ ধর্ষন রাজপথে
গাড়ির ভিতরে।
যে সমাজে ছাত্রী ধর্ষন করে শিক্ষক,
সেটা কি সভ্য সমাজ হয়।
যেখানে বাবা ধর্ষন করে কন্যাকে
এটাকে কি সভ্য সমাজ কয়।
যে সমাজে শিশু ধর্ষন হয়
পায়না কোন বিচার।
লোক লজ্জার ভয়ে বলতে পারেনা
হয়েছে সে বলাৎকার।
মাঝে মাঝে মনে হয় এটা কি সমাজ
না নগ্ন পতিতা পল্লী।
যে সমাজে ধর্ষিতা হয় পাপি,
ধর্ষক হয় নিস্পাপ।
নোংরা অসভ্য নগ্ন পল্লী।
যেখানে নারী হয় গণ ধর্ষন রাজপথে
গাড়ির ভিতরে।
যে সমাজে ছাত্রী ধর্ষন করে শিক্ষক,
সেটা কি সভ্য সমাজ হয়।
যেখানে বাবা ধর্ষন করে কন্যাকে
এটাকে কি সভ্য সমাজ কয়।
যে সমাজে শিশু ধর্ষন হয়
পায়না কোন বিচার।
লোক লজ্জার ভয়ে বলতে পারেনা
হয়েছে সে বলাৎকার।
মাঝে মাঝে মনে হয় এটা কি সমাজ
না নগ্ন পতিতা পল্লী।
যে সমাজে ধর্ষিতা হয় পাপি,
ধর্ষক হয় নিস্পাপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ১৩/০৩/২০১৬এ লেখাটাকে যদি কবিতা বলি তাহলে বলবো একটু ঘারতি আছে, তবে লেখাটা সময়সাময়িক হিসেবে ভালো হয়েছে।
-
সফি সুমন ১১/০৩/২০১৬আরেকটু গভির চিন্তার দরকার ছিলো
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১০/০৩/২০১৬ভালো তবে ছন্দের মিল ও বিষয়ের প্রতি আরো গভীর ভাবে ভাবতে হবে।
-
দেবব্রত সান্যাল ১০/০৩/২০১৬নগ্ন পল্লী বলতে যদি naturist camp বোঝান তবে বলি সেখানে গণ ধর্ষণ হয়না , হয় তথাকথিত সভ্য সমাজে।
ছন্দমিল কখনো আছে , কখনো নেই। আবেগ , বক্তব্য খুব গুরুত্বপূর্ণ , কিন্তু কবিতাকে কবিতা হতে হবে।