স্মৃতি নিয়ে বাঁচি
একদিন এসেছিল এই হৃদয়ের আঙিনায়,
ভালবাসার শান্তির পরশ নিয়ে।
তুমি ছিলে আমার ভাবনার সপ্নের কন্যা,
ভালবেসে ছিলাম অন্তর দিয়ে।
আগে কখনো জানতাম না ভালবাসা কি,
তুমি হাতে কলমে শেখালে আমায়।
তোমার প্রেম পরশে আমার হৃদয়ে জাগে,
ভালবাসা ভাবি শুধু তোমায়।
ভাবনার রাজ কন্যা তোমায় ভেবে আসেনা,
দু চোখের পাতায় ঘুম।
জানো তোমার ভালবাসার ছোয়ায় আমার,
হৃদয়ে জাগে প্রেমের ধুম।
সপ্ন কন্যা তোমার ভাবনায় হইযে আমি,
আজ বড়ই ব্যাকুল।
ভাবনাতে মনের বাগীচায় ফোটায় শুধু,
সপ্নের লাল গোলাপ ফুল।
ভালবাসার শান্তির পরশ নিয়ে।
তুমি ছিলে আমার ভাবনার সপ্নের কন্যা,
ভালবেসে ছিলাম অন্তর দিয়ে।
আগে কখনো জানতাম না ভালবাসা কি,
তুমি হাতে কলমে শেখালে আমায়।
তোমার প্রেম পরশে আমার হৃদয়ে জাগে,
ভালবাসা ভাবি শুধু তোমায়।
ভাবনার রাজ কন্যা তোমায় ভেবে আসেনা,
দু চোখের পাতায় ঘুম।
জানো তোমার ভালবাসার ছোয়ায় আমার,
হৃদয়ে জাগে প্রেমের ধুম।
সপ্ন কন্যা তোমার ভাবনায় হইযে আমি,
আজ বড়ই ব্যাকুল।
ভাবনাতে মনের বাগীচায় ফোটায় শুধু,
সপ্নের লাল গোলাপ ফুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ০৯/০৩/২০১৬শুভকামনা রইলো
-
মাহাবুব ০৮/০৩/২০১৬ভালো হয়েছে কবিতাটা কবি, তবে এর পর থেকে আর একটু গভীরে নিয়ে যাবার চেষ্টা করবেন, তাহলে আরো ভালো লাগবে, শুভেচ্ছা।
-
নির্ঝর ০৮/০৩/২০১৬সুন্দর হয়েছে
-
দেবব্রত সান্যাল ০৮/০৩/২০১৬স্বপ্ন , বাগিচা।
ভালো লিখুন , ভাষাটাকে আরও গভীরে নিয়ে যান।