কষ্টের ভালবাসার সংঙ্গা
জীবন হয় কষ্টের নদী
মনের মানুষ কভু হারায় যদি।
জীবন হয় মূল্য হীন তখন
মনের মানুষ অন্যর হয় যখন।
মনের মাঝে অজানা শুন্যতা আসে
ভালবাসার মানুষ যখন থাকেনা পাশে।
কোন কাজে বসেনা মন
মনের মানুষ হারিয়ে যায় যখন।
পৃথিবীর সব কিছু অবিশ্বাসী মনে হয়
যখন ভালবাসার মানুষ বিশ্বাস হারায়।
জীবনের সব কিছু হয় অর্থহীন
ভালবাসার মরন হয় যে দিন।
মনের মানুষ কভু হারায় যদি।
জীবন হয় মূল্য হীন তখন
মনের মানুষ অন্যর হয় যখন।
মনের মাঝে অজানা শুন্যতা আসে
ভালবাসার মানুষ যখন থাকেনা পাশে।
কোন কাজে বসেনা মন
মনের মানুষ হারিয়ে যায় যখন।
পৃথিবীর সব কিছু অবিশ্বাসী মনে হয়
যখন ভালবাসার মানুষ বিশ্বাস হারায়।
জীবনের সব কিছু হয় অর্থহীন
ভালবাসার মরন হয় যে দিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১০/০৩/২০১৬সুন্দর
-
ধ্রুব রাসেল ২২/০১/২০১৬ভাল হয়েছে। তবে বানান ঠিক করে নিবেন: সংঙ্গা, শুন্যতা, মরন।
-
মোঃ নাজমুল হাসান ২১/০১/২০১৬সুন্দর
-
মনিরুজ্জামান জীবন ২০/০১/২০১৬ব্যঞ্জনাময় লেখা ...হাতের নির্ভীক কলম সুন্দর।
তবে লেখা পোস্ট দেওয়ার আগে একবার ভালভাবে দেখে নিবেন।
শুভকামনা নিরন্তর। -
মোবারক হোসেন ২০/০১/২০১৬ভাল।
-
দ্বীপ সরকার ২০/০১/২০১৬খুব ভালো লাগলো। তবে সংগা বানানটা দেখবেন।
-
প্রদীপ চৌধুরী ২০/০১/২০১৬লেখাটা ভালো তবে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন তা হলে আরো ভালো লেখা হবে|
-
দেবব্রত সান্যাল ২০/০১/২০১৬তারুণ্যে স্বাগত। নামটা নিয়ে ভাবতে পারেন। সংজ্ঞা , বানানটা দেখে নিন। ভবিষ্যতে ভালো লেখা আশা করব।