আলোর খোঁজে
আলোর খোঁজে
পঙ্কজ সূত্র ধর
বাহিরের আলো দিয়ে কতটা খুঁজে পাবে
বিনা সুতোয় টানা পড়ে বাহ্যিক জগতে!
ডুব দিয়ে দ্যাখো একবার অপ্রান্তর আকাশে
কতটা হাবুডুবু খাচ্ছো মনের অন্দরে ?
ধু ধু মরুভূমির মরীচিকা যত
বসবাস করেছে ততো জলহীন সমুদ্র ।
আলোর খোঁজে আলোর মাঝে
ডুব দিয়ে দ্যাখ নিজের মাঝে,
জগৎ আলো সর্বনাশা, সব যেন এক গোলক ধাঁধা ।
পঙ্কজ সূত্র ধর
বাহিরের আলো দিয়ে কতটা খুঁজে পাবে
বিনা সুতোয় টানা পড়ে বাহ্যিক জগতে!
ডুব দিয়ে দ্যাখো একবার অপ্রান্তর আকাশে
কতটা হাবুডুবু খাচ্ছো মনের অন্দরে ?
ধু ধু মরুভূমির মরীচিকা যত
বসবাস করেছে ততো জলহীন সমুদ্র ।
আলোর খোঁজে আলোর মাঝে
ডুব দিয়ে দ্যাখ নিজের মাঝে,
জগৎ আলো সর্বনাশা, সব যেন এক গোলক ধাঁধা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।