মান
চৈতালি হয়ে এল শেষ
নগ্ন পায়ে মল গলিয়ে
পুকুর ধারে গা এলিয়ে
আমার বুকে ছেয়ে দিলি
তোর দিঘল কেশ
বৈশাখ এলো বলে,
স্বপ্ন দেখাই-
যাবি নাকি?
বটতলাতে;
মেলা হবে আর কত কি!
পাটও আছে
যাত্রাদলের
গঞ্জ থেকে কাল এসেছে
মান যেনো তোর
তাও ভাঙেনা
আচ্ছা যা কথা দিলাম
হাত ভরতি কিনে দিব চুড়ি
পরনের শাড়ি
এদিক ওদিক ছেঁড়া
লাল পেড়ে এক
শাড়ি দেব বেশ
দীঘির মত স্বজল চোখে
তাকিয়ে বুঝি
মান কমেনি
একটু-আকটু খানি
আলতা দিবি?
পা তুলে দে
আমার উরু
আঙ্গুল ছুঁয়ে
আলতো করে
পরিয়ে দেব নাকি?
কাজল ভেজে
লেপ্টে থাকে
মিনার ফুলে
কাঁপন লাগে
মুখ ফোটেনা
কি হয়েছে?
মিছে সবই মানছি আমি
ভাল্লাগেনা বলে দে না
বিচ্ছেদ নিয়ে বাচি
হয়না ওসব আমিও বুঝি
মিথ্যে হলেও নকল হাসি
লাজুক মুখে শাড়ির কাচি
ঠোঁটটা ঢেকে ছোট্ট মুখে
বলনা এবার
এই বৈশাখে
কি কি শখ
আছে তোর বাকি?
নগ্ন পায়ে মল গলিয়ে
পুকুর ধারে গা এলিয়ে
আমার বুকে ছেয়ে দিলি
তোর দিঘল কেশ
বৈশাখ এলো বলে,
স্বপ্ন দেখাই-
যাবি নাকি?
বটতলাতে;
মেলা হবে আর কত কি!
পাটও আছে
যাত্রাদলের
গঞ্জ থেকে কাল এসেছে
মান যেনো তোর
তাও ভাঙেনা
আচ্ছা যা কথা দিলাম
হাত ভরতি কিনে দিব চুড়ি
পরনের শাড়ি
এদিক ওদিক ছেঁড়া
লাল পেড়ে এক
শাড়ি দেব বেশ
দীঘির মত স্বজল চোখে
তাকিয়ে বুঝি
মান কমেনি
একটু-আকটু খানি
আলতা দিবি?
পা তুলে দে
আমার উরু
আঙ্গুল ছুঁয়ে
আলতো করে
পরিয়ে দেব নাকি?
কাজল ভেজে
লেপ্টে থাকে
মিনার ফুলে
কাঁপন লাগে
মুখ ফোটেনা
কি হয়েছে?
মিছে সবই মানছি আমি
ভাল্লাগেনা বলে দে না
বিচ্ছেদ নিয়ে বাচি
হয়না ওসব আমিও বুঝি
মিথ্যে হলেও নকল হাসি
লাজুক মুখে শাড়ির কাচি
ঠোঁটটা ঢেকে ছোট্ট মুখে
বলনা এবার
এই বৈশাখে
কি কি শখ
আছে তোর বাকি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৬/০৬/২০১৫ভালো হয়েছে ।।
-
নিরঝরা ২১/০৬/২০১৫দারুন.বানানের দিকে খেয়াল রাখবেন কবি
-
T s J ২০/০৬/২০১৫Excellent
-
জে এস সাব্বির ১৯/০৬/২০১৫প্রথম লেখাটিই বেশ আকর্ষনীয় ।