ভালবাসা
মানুষের কাউকে ভালবাসাতে চাওয়ার আকাঙ্খা প্রবল।
তবে ভালবেসে যাওয়ার ধৈর্য্য কম।
ভালবাসা পেয়ে যাওয়ার প্রত্যাশা ততটাই বেশি।
ভালবাসা পাওয়ার অনুভূতি কিছুটা গর্বের!
ভালবেসে যাওয়ার অনুভূতি নেশার ঘোরে হারিয়ে থাকার মত!
ভালবাসার হারানোর অনুভূতি শরীর কেঁটে যাওয়া ক্ষতের মত,
প্রথমে অসম্ভব যন্ত্রণা;
ধীরে ধীরে এক সময় ক্ষত সেরে ওঠে,
তবে দাগ থেকে যায়,
আর যন্ত্রণা থাকে না, তবে দাগ দেখে আবসোস হয়।
তবে ভালবেসে যাওয়ার ধৈর্য্য কম।
ভালবাসা পেয়ে যাওয়ার প্রত্যাশা ততটাই বেশি।
ভালবাসা পাওয়ার অনুভূতি কিছুটা গর্বের!
ভালবেসে যাওয়ার অনুভূতি নেশার ঘোরে হারিয়ে থাকার মত!
ভালবাসার হারানোর অনুভূতি শরীর কেঁটে যাওয়া ক্ষতের মত,
প্রথমে অসম্ভব যন্ত্রণা;
ধীরে ধীরে এক সময় ক্ষত সেরে ওঠে,
তবে দাগ থেকে যায়,
আর যন্ত্রণা থাকে না, তবে দাগ দেখে আবসোস হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/১২/২০২১ভালোবাসার কত কথা কত ব্যথা।
-
ফয়জুল মহী ১০/১১/২০২১অত্যন্ত সুন্দর ও পরিপাটি লেখা। শুভ কামনা
-
সাইয়িদ রফিকুল হক ১০/১১/২০২১দাগ ভুলতে না পারলে ভালোবাসা হয় না।