যেখানেই থাকিস ভালো থাকিস বন্ধু।
আজ ঘুম থেকে জেগেই এমন একটা সংবাদ পেলাম,
যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি।
আমার মনির বিয়ে!
বোবার মতো কোনো শব্দ করতে পারছিনা।
অবিরাম চোখের জল দিয়ে নিজেকে ভেজাচ্ছি।
নিজের ভেতর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তবুও কিছুই করার সাধ্য নেই আমার।
ভালোবাসার মানুষটির চলে যাওয়ার দৃশ্যটা নিরবে দেখে যেতে হচ্ছে আমাকে।
কি করবো ভেবে পাচ্ছি না।
হয়তো কিছু করারও নেই।
আমাদের মতো মানুষের সবকটি স্বপ্ন এভাবেই মাটি চাপা পড়ে থাকে।
আমি তো আর কিছুই চাইনি
শুধু চেয়েছিলাম তাকে নিয়ে কোনোমতে বাচতে।
যাক,
সুখে যদি থাকতে পারে তবে বাধা কোথায়।
ওর সুখ তো আমার সুখ।
কখনো ওকে দায়ী করবোনা।
ভালোবাসার মানুষটিকে কখনো দায়ী করতে নেই।
তাকে শুধুই ভালোবাসতে হয়।
আমি ঠিক ছিলামনা বলেই ও হারিয়ে গেছে
তবুও অভিমান শুধু এইটুকুই-
একটিবার আমাকে জানাতে প্রয়োজন বোধ করেনি।
আমি কি এতোই দূরে চলে আসলাম?
আমি কি এতোই স্বার্থপর হয়ে গেলাম?
জানালে কি এমন হতো?
ও কয়েকদিন আগে আমাকে প্রতিনিয়ত কষ্টে রাখতো।
খুব বেশী কষ্টে রেখছে তখন।
হয়তো বা আগ থেকেই কষ্ট গ্রহণে উপযুক্ত করে তুলছিল।
আজ চারিদিকে দূসর ঝাঁপসা লাগছে।
এখন আমি বুঝতে পারছিনা কিভাবে বেচে থাকবো।
হয়তো বা কোনোমতে বেচেও থাকবো
কিন্তু জীবনের সাদা পাতায় যে দাগটা পড়ে গেছে তা কখনো মুছা সম্ভব না।
আমি আজো ভালোবাসি,
শুধুই ভালোবাসি তারে।
আসলেই ভালোবাসার মানুষের আগমনটা যেমন হুঠ করে,
ঠিক তেমনি চলে যাওয়ার মূহুর্তটাও হুঠ করে।
'যায় পাখি উড়ে
যায় দূরে সরে
থাকে যে পড়ে
শূন্য বাসা।'
যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি।
আমার মনির বিয়ে!
বোবার মতো কোনো শব্দ করতে পারছিনা।
অবিরাম চোখের জল দিয়ে নিজেকে ভেজাচ্ছি।
নিজের ভেতর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তবুও কিছুই করার সাধ্য নেই আমার।
ভালোবাসার মানুষটির চলে যাওয়ার দৃশ্যটা নিরবে দেখে যেতে হচ্ছে আমাকে।
কি করবো ভেবে পাচ্ছি না।
হয়তো কিছু করারও নেই।
আমাদের মতো মানুষের সবকটি স্বপ্ন এভাবেই মাটি চাপা পড়ে থাকে।
আমি তো আর কিছুই চাইনি
শুধু চেয়েছিলাম তাকে নিয়ে কোনোমতে বাচতে।
যাক,
সুখে যদি থাকতে পারে তবে বাধা কোথায়।
ওর সুখ তো আমার সুখ।
কখনো ওকে দায়ী করবোনা।
ভালোবাসার মানুষটিকে কখনো দায়ী করতে নেই।
তাকে শুধুই ভালোবাসতে হয়।
আমি ঠিক ছিলামনা বলেই ও হারিয়ে গেছে
তবুও অভিমান শুধু এইটুকুই-
একটিবার আমাকে জানাতে প্রয়োজন বোধ করেনি।
আমি কি এতোই দূরে চলে আসলাম?
আমি কি এতোই স্বার্থপর হয়ে গেলাম?
জানালে কি এমন হতো?
ও কয়েকদিন আগে আমাকে প্রতিনিয়ত কষ্টে রাখতো।
খুব বেশী কষ্টে রেখছে তখন।
হয়তো বা আগ থেকেই কষ্ট গ্রহণে উপযুক্ত করে তুলছিল।
আজ চারিদিকে দূসর ঝাঁপসা লাগছে।
এখন আমি বুঝতে পারছিনা কিভাবে বেচে থাকবো।
হয়তো বা কোনোমতে বেচেও থাকবো
কিন্তু জীবনের সাদা পাতায় যে দাগটা পড়ে গেছে তা কখনো মুছা সম্ভব না।
আমি আজো ভালোবাসি,
শুধুই ভালোবাসি তারে।
আসলেই ভালোবাসার মানুষের আগমনটা যেমন হুঠ করে,
ঠিক তেমনি চলে যাওয়ার মূহুর্তটাও হুঠ করে।
'যায় পাখি উড়ে
যায় দূরে সরে
থাকে যে পড়ে
শূন্য বাসা।'
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৬/০১/২০১৫দারুণ । দারুণ ।
-
কুয়াশা রায় ২৫/০১/২০১৫ভাল লাগল।
-
আবিদ আল আহসান ২৪/০১/২০১৫ওয়য়াও
-
সবুজ আহমেদ কক্স ২৪/০১/২০১৫valo thakic bhi valo thakic . . .
-
উদ্বাস্তু নিশাচর ২৪/০১/২০১৫ভালো হয়েছে। বানানের দিকটা একটু খেয়াল রাখবেন
-
ফিরোজ মানিক ২৪/০১/২০১৫' চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন।'
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০১/২০১৫ভালো লাগলো।