স্মৃতিচারণ
আজও সে ছায়া কাটেনি।
আমিও হার মানতে চাইনি।
চেষ্টা করেছিলাম বহুবার।
চেয়েছিলাম পাশাপাশি আবার।
তবে পারিনি,
তাই আর ক্লান্তমনে ডানা ঝাপ্টাইনি।
আজ অন্যতে হলো বিচরণ
তাই হয়তো আমাতে আর নেই মন।
বাইরে আজ খুবই বৃষ্টি
জানালার পাশে আমারও দৃষ্টি।
মেঘ ছুটছে এদিক-ওদিক,
সাথে আমার মনটাও সেদিক!
পাওয়ার ইচ্ছে আজ আর নেই বলে
শেষ ইচ্ছে না থাকলে কি চলে।
তাই আজও করি
তোমার স্মৃতিচারণ।
আমিও হার মানতে চাইনি।
চেষ্টা করেছিলাম বহুবার।
চেয়েছিলাম পাশাপাশি আবার।
তবে পারিনি,
তাই আর ক্লান্তমনে ডানা ঝাপ্টাইনি।
আজ অন্যতে হলো বিচরণ
তাই হয়তো আমাতে আর নেই মন।
বাইরে আজ খুবই বৃষ্টি
জানালার পাশে আমারও দৃষ্টি।
মেঘ ছুটছে এদিক-ওদিক,
সাথে আমার মনটাও সেদিক!
পাওয়ার ইচ্ছে আজ আর নেই বলে
শেষ ইচ্ছে না থাকলে কি চলে।
তাই আজও করি
তোমার স্মৃতিচারণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ২৫/০১/২০১৫কিছু স্মৃতির মাঝে ডুবে থাকতে মানুষ ভালবাসে।
-
আবিদ আল আহসান ২২/০১/২০১৫হ্যা ভাল
-
জহিরুল ইসলাম অভি ২১/০১/২০১৫হুম। আপনাকেও ধন্যবাদ।
-
কুয়াশা রায় ২১/০১/২০১৫বেশ ভাল।
-
ফিরোজ মানিক ২১/০১/২০১৫সহজ সরল প্রাণবন্ত ভাষা, সাথে অন্ত্যমিল সব মিলে চমৎকার।
-
সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫ছন্দ অন্ত্যমিল রাখার চেষ্টা করেছেন দারুণ কবি জহিরুল ইসলাম । শুভেচ্ছা কবি ।
-
অ ২১/০১/২০১৫বেশ ভালো হয়েছে । কিপ রাইটিং ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২১/০১/২০১৫হমম। ভালো। আসরে স্বাগতম।