শহীদ বুদ্ধিজীবী ডাঃ খোরশেদ আলী সরকার আমার দাদু
আমার দাদু ডাঃ খোরসেদ আলী সরকার ৭১এর কবে শহীদ হয়েছেন তা সঠিকভাবে জানি না। তবে বিজয় দিবস থেকে ৬ মাস আগে মারা গেছে। আশে-পাশে কিছু মানুষের বর্ণনা অনুযায়ী কিছু এলাকার বিহারী ছেলেরা পাক হায়নাদের আমার দাদা দেখিয়ে দেয় এবং আমার দাদা ওদের গুলিতে ইন্তেকাল করেন। দিনাজপুরের কালিতলায় নিজ বাড়ির উঠানে তার দেহ প্রায় ছয় মাস পড়ে থাকে। পরে মেজবাবু লেখক শওকত আলী তার ডান হাত আমার মতো একটু ভাঙ্গা ছিল, তা দেখে চিনতে পেরে তাকে আমাদের বাসার লিচু গাছের নিচে দাফন করা হয়। আমার ছোট দাদী আর তার সন্তানেরা মুক্তিযুদ্ধ শুরুর প্রথম দিকেই ভারত চলে যায়। দাদু যায় নাই। কারণ, ভারত আমার দাদুকে পাকিস্তানে আসতে বাধ্য করেছে। দাদু ডাক্তার হিসাবে দিনাজপুরে অনেক নাম করেছিল। তিনি নিশ্চয় অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। তিনি আমার দাদু এটাই আমার ভাগ্য, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী এটা বাংলাদেশের প্রতিটি মানুষের গর্ব। সবার কাছে তার জন্য দোয়া চাই। আল্লাহু যেন তাকে জান্নাতবাসী করেন।(আমিন)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৪/১২/২০১৭হৃদয় বিদারক