আয়াত
আয়াতকে প্রথ্ম আজান শুনালাম
প্রথ্ম কালেমাটা শুনালাম
তুমি অবাক হয়ে তাকিয়ে ছিলে
মাত্রতো এই পৃথিবীতে এসেছি
মাত্রতো ফরিদ আর মিশুকে বাবা মা বানিয়েছি
মাত্রতো রাসেল-শ্যামল-তুষারকে মামা বনিয়েছি
মাত্রতো মুনমুন খান সোমাকে খালামনি বানিয়েছি
সালাম আলী আহসান অতি খালু আমাকে কি জান্নাতে ধ্বনি শুনালো?
আয়াত অবাক হয়ে ভাবে
আয়াত অবাক হয়ে থাকে
আয়াত, তোমার অবাক হওয়ার কিছু নেই
তোমাকে জান্নাতে যাবার পথ আমরা দেখাবার চেষ্টা করবো
আমরা আল্লাহুর কাছে দোয়া করবো
আল্লাহু যেন তোমার জান্নাতের সঙ্গী আমাদের বানিয়ে দেন।
(আমিন)
২৮-৬-১৬
প্রথ্ম কালেমাটা শুনালাম
তুমি অবাক হয়ে তাকিয়ে ছিলে
মাত্রতো এই পৃথিবীতে এসেছি
মাত্রতো ফরিদ আর মিশুকে বাবা মা বানিয়েছি
মাত্রতো রাসেল-শ্যামল-তুষারকে মামা বনিয়েছি
মাত্রতো মুনমুন খান সোমাকে খালামনি বানিয়েছি
সালাম আলী আহসান অতি খালু আমাকে কি জান্নাতে ধ্বনি শুনালো?
আয়াত অবাক হয়ে ভাবে
আয়াত অবাক হয়ে থাকে
আয়াত, তোমার অবাক হওয়ার কিছু নেই
তোমাকে জান্নাতে যাবার পথ আমরা দেখাবার চেষ্টা করবো
আমরা আল্লাহুর কাছে দোয়া করবো
আল্লাহু যেন তোমার জান্নাতের সঙ্গী আমাদের বানিয়ে দেন।
(আমিন)
২৮-৬-১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০২/২০১৭
-
আরিফ মুহাম্মদ ২৮/০৬/২০১৬ধন্যবাদ ঋদ্ধ কবিতার জন্য
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৮/০৬/২০১৬স্বার্থক কবিতা!!!
-
আনিসা নাসরীন ২৮/০৬/২০১৬খুব সুব্দর
কেন এখন আর লিখছেন না নিয়মিত!!
আসুন আবার
আমাদের সাথে