গোপাল ভাঁড় ও রাজার স্বপ্ন
গোপাল ভাঁড় রাজার দরবারে এলে তাকে জব্দ করার জন্য রাজা সভাসদদের উদ্দেশ্য করে বলতে লাগলেন,
"আজ ভোরে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম! স্বপ্নে দেখি যে আমি ও গোপাল ভাঁড় সরু এক রাস্তা দিয়ে হেটে যাচ্ছি। রাস্তার দুই পাশে বড় দুই দীঘি। এক পাশে ক্ষীরের দীঘি, অপর পাশে গোবরের। হাটতে হাটতে তাল সামলাতে না পেরে আমরা দু'জনই দীঘিতে পড়ে গেলাম। আমি পড়লাম ক্ষীরের দীঘিতে, আর গোপাল ভাঁড় গিয়ে পড়লো গোবরের দীঘিতে।"
শুনে তো সভাসদরা সবাই হো হো করে হেসে উঠলো। গোপাল ভাঁড়ও খুব অবাক হয়ে রাজাকে বলতে লাগলো,
"তাই নাকি?! আজ আমিও যে ঠিক এই স্বপ্নই দেখছিলাম সে সময়!!"
এই শুনে সবার হাসি আরও বেড়ে গেলো।
গোপাল ভাঁড় বলতে থাকলো,
"তবে আমার স্বপ্ন এখানেই শেষ হয়নি। আমি দেখলাম যে আমরা দু'জনই আবার দুই দীঘি থেকে রাস্তায় উঠে এলাম। রাজার সারা শরীর ক্ষীরে মাখামাখি, আর আমার শরীর গোবরে সয়লাব। তো রাজা আমাকে বললেন যে এই অবস্থায় তো হাটা সম্ভব না, চলো আমরা একে অপরের গা চেটে পরিস্কার করে দেই। রাজার হুকুম, কি আর করা, আমি তাই রাজার শরীরের ক্ষীর চেটে পরিস্কার করে দিলাম। আর রাজা আমার গায়ের গোবরগুলো সব চেটে পরিস্কার করে দিলেন।"
এই বলে গোপাল ভাঁড় হেলেদুলে তার আসনে গিয়ে বসলো। এদিকে রাজাসহ পুরো সভাসদ একেবারে থ!
"আজ ভোরে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম! স্বপ্নে দেখি যে আমি ও গোপাল ভাঁড় সরু এক রাস্তা দিয়ে হেটে যাচ্ছি। রাস্তার দুই পাশে বড় দুই দীঘি। এক পাশে ক্ষীরের দীঘি, অপর পাশে গোবরের। হাটতে হাটতে তাল সামলাতে না পেরে আমরা দু'জনই দীঘিতে পড়ে গেলাম। আমি পড়লাম ক্ষীরের দীঘিতে, আর গোপাল ভাঁড় গিয়ে পড়লো গোবরের দীঘিতে।"
শুনে তো সভাসদরা সবাই হো হো করে হেসে উঠলো। গোপাল ভাঁড়ও খুব অবাক হয়ে রাজাকে বলতে লাগলো,
"তাই নাকি?! আজ আমিও যে ঠিক এই স্বপ্নই দেখছিলাম সে সময়!!"
এই শুনে সবার হাসি আরও বেড়ে গেলো।
গোপাল ভাঁড় বলতে থাকলো,
"তবে আমার স্বপ্ন এখানেই শেষ হয়নি। আমি দেখলাম যে আমরা দু'জনই আবার দুই দীঘি থেকে রাস্তায় উঠে এলাম। রাজার সারা শরীর ক্ষীরে মাখামাখি, আর আমার শরীর গোবরে সয়লাব। তো রাজা আমাকে বললেন যে এই অবস্থায় তো হাটা সম্ভব না, চলো আমরা একে অপরের গা চেটে পরিস্কার করে দেই। রাজার হুকুম, কি আর করা, আমি তাই রাজার শরীরের ক্ষীর চেটে পরিস্কার করে দিলাম। আর রাজা আমার গায়ের গোবরগুলো সব চেটে পরিস্কার করে দিলেন।"
এই বলে গোপাল ভাঁড় হেলেদুলে তার আসনে গিয়ে বসলো। এদিকে রাজাসহ পুরো সভাসদ একেবারে থ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/০৯/২০১৯দারুণ
-
তরুণ কান্তি ০৬/০৭/২০১৮খুবই উপভোগ্য ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৬/২০১৮খুব ভাল
-
রাহাগির ১৫/০৯/২০১৩পরেছি আবার ভাল লাগল
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৩/০৯/২০১৩অসাধারন হয়েছে
-
ওয়াহিদ ১৩/০৯/২০১৩Hm,Marattok Chalak ....
-
jahangir ০৭/০৯/২০১৩need moooorrrrrrreeeeee.