ওপারে যাওয়ার পরে
ওপারে যাওয়ার পরে...
ওপারে যাওয়ার পর
আমি যখন ওপারে চলে যাবো
প্রতি অমবশ্যায় আমি প্রাতে ফিরে আসবো
আমি যে মুগ্ধ তোর চুলের ঘ্রানে
প্রভাতে তোর ভেজা চুলের ঘ্রান আমায় সেদিনও
মাতাবে।।
ঠিক সন্ধ্যেবেলা আমি আসবো,
তোর খোপা খুলে দেবো রোজকার মতো;
আমি যখন ওপারে চলে যাবো;
দখিনা হাওয়া যখন অভিশাপের
পুর্বাভাস ছড়াবে তার আগেই তোকে
মুড়িয়ে নেব আমার কালো ছাঁয়াতলে
আমি ওপারে যাওয়ার পর........
কোন এক পূর্নিমায় চাঁদোয়া জ্যোৎস্না স্নানে
তুমি মুগ্ধ হবি সেদিন আমি উজ্জ্বল চাঁদের
পালকী হবো
ওপারে যাওয়ার পরে......
ওপারে যাওয়ার পর
আমি যখন ওপারে চলে যাবো
প্রতি অমবশ্যায় আমি প্রাতে ফিরে আসবো
আমি যে মুগ্ধ তোর চুলের ঘ্রানে
প্রভাতে তোর ভেজা চুলের ঘ্রান আমায় সেদিনও
মাতাবে।।
ঠিক সন্ধ্যেবেলা আমি আসবো,
তোর খোপা খুলে দেবো রোজকার মতো;
আমি যখন ওপারে চলে যাবো;
দখিনা হাওয়া যখন অভিশাপের
পুর্বাভাস ছড়াবে তার আগেই তোকে
মুড়িয়ে নেব আমার কালো ছাঁয়াতলে
আমি ওপারে যাওয়ার পর........
কোন এক পূর্নিমায় চাঁদোয়া জ্যোৎস্না স্নানে
তুমি মুগ্ধ হবি সেদিন আমি উজ্জ্বল চাঁদের
পালকী হবো
ওপারে যাওয়ার পরে......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপক কুমার সরকার ০২/১২/২০১৮ভালো লেগেছে, কবি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/১১/২০১৮চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১১/২০১৮ভালো লাগলো।
-
মনিরুজ্জামান/জীবন ২৯/১১/২০১৮অসাধারণ বহিঃপ্রকাশ