সেই আগের আমি
সেই আগের আমি
এমন কোন স্বপ্ন নয়
দেখেছি, যা হবার নয়
সে তো, এমন কোন ঘর নয়
ভেঙ্গেছে, আর গড়ার নয়
আমি স্বপ্নের মাঝে স্বপ্ন গড়ে
বাঁচি আবার নতুন করে
ভুল গুলো সব শুধরে নিয়ে
ফিরে পাই নতুন আমায়, প্রতি ভোরে |
বেদনার রং নীল শুনেছি
রংহীন বেদনা, মনের ক্যানভাসে
আকাশের মেঘগুলো ভীষন কালো
আমার মাঝে শুভ্র মেঘ ভাসে
সে তো, এমন কোন কথা নয়
বলেছি, আর বলার নয়
এমন কোন প্রেম নয়
করেছি, যা ভুলার নয়
আমি একবার, দুবার
হারাবো প্রতিবার
নুতন ‘তুমি’-র গভীরতায়
দৃশ্যের পটে বদলে যাবে অভিনেত্রী
আভিনেতা সেই আগের আমি
বদলাবার নয় |
এমন কোন স্বপ্ন নয়
দেখেছি, যা হবার নয়
সে তো, এমন কোন ঘর নয়
ভেঙ্গেছে, আর গড়ার নয়
আমি স্বপ্নের মাঝে স্বপ্ন গড়ে
বাঁচি আবার নতুন করে
ভুল গুলো সব শুধরে নিয়ে
ফিরে পাই নতুন আমায়, প্রতি ভোরে |
বেদনার রং নীল শুনেছি
রংহীন বেদনা, মনের ক্যানভাসে
আকাশের মেঘগুলো ভীষন কালো
আমার মাঝে শুভ্র মেঘ ভাসে
সে তো, এমন কোন কথা নয়
বলেছি, আর বলার নয়
এমন কোন প্রেম নয়
করেছি, যা ভুলার নয়
আমি একবার, দুবার
হারাবো প্রতিবার
নুতন ‘তুমি’-র গভীরতায়
দৃশ্যের পটে বদলে যাবে অভিনেত্রী
আভিনেতা সেই আগের আমি
বদলাবার নয় |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/১১/২০১৮বেশ লেখেন আপনি। ভাল লাগে।
-
মনিরুজ্জামান/জীবন ১৬/১১/২০১৮অনেক ভালো লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ১৫/১১/২০১৮জীবনের আকুতি।
-
নৃ মাসুদ রানা ১৫/১১/২০১৮Valo laglo