খোলা আকাশ
খোলা আকাশ
আমার খোলা আকাশ
শুকনো, অসহ্য তাপদাহ
আমার খোলা আকাশ
বহু---কাল বৃষ্টিহীন
আমার খোলা আকাশে
রোদ ওঠেনি বারটি বছর ধরে;
আমার খোলা আকাশে নেই কোন
ছিটে ফোটা মেঘ---
আমার খোলা আকাশে এখন আর
শান্তির বারতা নিয়ে ওড়েনা কোন
পায়রার দল;
আমার খোলা আকাশ...
আমার খোলা আকাশে এখন আর
পূর্নিমা চাঁদ উঁকি দেয় না,
আমার খোলা আকাশে আর স্বচ্ছ নেই,
নেই নীলাভ রঙ,
ঘন কালো মেঘে ছেঁয়ে গেছে
আমার উন্মুখত খোলা আকাশ।
না বর্ষে ,না গর্জে ,নিঃপ্রান আমার খোলা আকাশ
আমার খোলা আকাশ
শুকনো, অসহ্য তাপদাহ
আমার খোলা আকাশ
বহু---কাল বৃষ্টিহীন
আমার খোলা আকাশে
রোদ ওঠেনি বারটি বছর ধরে;
আমার খোলা আকাশে নেই কোন
ছিটে ফোটা মেঘ---
আমার খোলা আকাশে এখন আর
শান্তির বারতা নিয়ে ওড়েনা কোন
পায়রার দল;
আমার খোলা আকাশ...
আমার খোলা আকাশে এখন আর
পূর্নিমা চাঁদ উঁকি দেয় না,
আমার খোলা আকাশে আর স্বচ্ছ নেই,
নেই নীলাভ রঙ,
ঘন কালো মেঘে ছেঁয়ে গেছে
আমার উন্মুখত খোলা আকাশ।
না বর্ষে ,না গর্জে ,নিঃপ্রান আমার খোলা আকাশ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজরিন নাহার (রিয়া) ১৪/১১/২০১৮সুন্দর প্রকাশ... আকাশ বহুরূপি হয়!
-
কালাম হাবিব১ ১৪/১১/২০১৮ভাবনার বিকাশ। শুভকামনা করি!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/১১/২০১৮সুন্দর ভাবনা।
-
কামরুজ্জামান সাদ ০৪/১১/২০১৮চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ০২/১১/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/১১/২০১৮অনেক ভাল