আজ না হয় আর একটু ভিজি
আজ না হয় আর একটু ভিজি
লণ্ঠন নিভু নিভু!
‘কী লিখি তোমায়?’
ভিজে যাচ্ছি আমি।
ভিজে যাচ্ছে আমার আদিম সত্তা।
বাইরে ডাকছে ঝিঁঝি
আমি বলছি, ভিজি...আরেকটু ভিজি!
আর আমার ঘর না-থাকার ঘর জুড়ে
তখনো তুমুল বৃষ্টি
কখন থেকে যে পুরো পৃথিবীটাকেই
‘ঘর’ ভেবে বসে আছি!
নিস্তব্ধ চুপকথার আড়ালেও লুকিয়ে থাকে প্রাচীন ব্যথা,
গহিন বেদনা।
আজ না-হয় খুব করে ভিজি...
ভিজতে দিই আমার আমিকে!
বিঃদ্রঃ প্রথম আলো থেকে সংকলিত
লণ্ঠন নিভু নিভু!
‘কী লিখি তোমায়?’
ভিজে যাচ্ছি আমি।
ভিজে যাচ্ছে আমার আদিম সত্তা।
বাইরে ডাকছে ঝিঁঝি
আমি বলছি, ভিজি...আরেকটু ভিজি!
আর আমার ঘর না-থাকার ঘর জুড়ে
তখনো তুমুল বৃষ্টি
কখন থেকে যে পুরো পৃথিবীটাকেই
‘ঘর’ ভেবে বসে আছি!
নিস্তব্ধ চুপকথার আড়ালেও লুকিয়ে থাকে প্রাচীন ব্যথা,
গহিন বেদনা।
আজ না-হয় খুব করে ভিজি...
ভিজতে দিই আমার আমিকে!
বিঃদ্রঃ প্রথম আলো থেকে সংকলিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৬/১০/২০১৮মৌলিক লেখা প্রকাশ করলে ভাল হয়
-
পি পি আলী আকবর ২৫/১০/২০১৮ভালো
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/১০/২০১৮ভাল
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১০/২০১৮আপনার নিজের লেখা তো?
ভালো। -
মোঃ শফিক আল বারি ২৪/১০/২০১৮বেশ ভাল লিখেছেন