তিতলি সোনা
তিতলি সোনা
তিতলি সোনা
লক্ষ্মী সোনা এবার ফিরে যাও।
তিতলি সোনা বায়ুর কণা
আর এসো না
জোরে আমরা অতি দূর্বল
বড় ভাসিয়ো না জলের তোড়ে।
কয়টি বছর আগেই
তারা এসেছিল তেড়েফুঁড়ে
তোমার দাদা দুষ্টু সিডর
কত প্রাণ নিলো কেড়ে।
নার্গিস রেশমি দুষ্টু ভারি
আইলাও কম নয়
তুমি আমার মিষ্টি সোনা
ওদের মতো নও।
তিতলি সোনা
লক্ষ্মী সোনা এবার ফিরে যাও।
তিতলি সোনা বায়ুর কণা
আর এসো না
জোরে আমরা অতি দূর্বল
বড় ভাসিয়ো না জলের তোড়ে।
কয়টি বছর আগেই
তারা এসেছিল তেড়েফুঁড়ে
তোমার দাদা দুষ্টু সিডর
কত প্রাণ নিলো কেড়ে।
নার্গিস রেশমি দুষ্টু ভারি
আইলাও কম নয়
তুমি আমার মিষ্টি সোনা
ওদের মতো নও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হুসাইন দিলাওয়ার ১৭/১০/২০১৮বাহ
-
গোলাম মুস্তাফা ১৭/১০/২০১৮ভাল লিখেছেন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/১০/২০১৮চমৎকার লিখেছেন
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/১০/২০১৮'তিতলী' মানে প্রজাপতি!
কবি এখানে প্রজাপতির বন্দনা করেছেন।
আরে না! ঝড়কে কবি ফিরে যেতে বলেছেন।।। -
মোঃ সোহেল মাহমুদ ১৬/১০/২০১৮প্রকৃতির অাচরণকে সুন্দরভাবে প্রকাশ করেছেন। ভালো লাগলো।