অযাচিত কেউ
অযাচিত কেউ
আমি চলে যাবো কোনো এক ভোরে
বৃষ্টি থামার শেষে
রেখে যাবো শুধু হাজার কবিতা
তোমাকেই ভালোবেসে।
কোনোদিনও যদি মন কেঁদে ওঠে
কিছু অজানা বেদনায়
অযাচিত ভাবে চোখ রেখো তবে
এই কটা কবিতায়।
ধুয়ে যাবে ব্যাথা,সুখ পাবে মনে
এইটুকু ভেবে শেষে
কোনো একজন কবিতা লিখতো
শুধু তোমাকেই ভালোবেসে ...
আমি চলে যাবো কোনো এক ভোরে
বৃষ্টি থামার শেষে
রেখে যাবো শুধু হাজার কবিতা
তোমাকেই ভালোবেসে।
কোনোদিনও যদি মন কেঁদে ওঠে
কিছু অজানা বেদনায়
অযাচিত ভাবে চোখ রেখো তবে
এই কটা কবিতায়।
ধুয়ে যাবে ব্যাথা,সুখ পাবে মনে
এইটুকু ভেবে শেষে
কোনো একজন কবিতা লিখতো
শুধু তোমাকেই ভালোবেসে ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিবকানন্দ সামন্ত (বিশ্বামিত্র ) ০৯/১০/২০১৮অপূর্ব !
-
আখলাক হুসাইন ০৯/১০/২০১৮সুন্দর কবিতা
-
শুভদীপ চক্রবর্তী ০৯/১০/২০১৮অসাধারণ।
-
মোঃ সোহেল মাহমুদ ০৯/১০/২০১৮ভালবাসার সুন্দর প্রকাশ