অযাচিত ভয়
অযাচিত ভয়
অরন্য
তখন নীল ধ্রুবতারা জাগেনি
ঘুমন্ত ঘড়ির পানে চেয়ে বসে
অন্ধকারের প্রতীক্ষায় দিন পেরোনোর অগোছালোতা,
সন্ধ্যার স্তব্ধতাটাকে গ্রাস করছে ।
একে একে সবাই চলে গেছে, ঘুম ভাঙানো সাইরেন।
এই সময়টা আমার একান্ত ব্যক্তিগত তুমি আর হাত বাড়িও না,
আর এসো না প্লিজ ভয় লাগে
ভেবেছিলাম যাক না আজ
কাল তো আলোর দেখা পাবই
এই ভেবে আজকের দিনটা উপভোগ করিনি,
কাল দেখি ঘন কালো আঁধারে
ছেয়ে গেছে পুরোটা আকাশ।
এইভাবে যে কতো দিন আমি উপবাসে থেকেছি
আগামিকাল পেট ভরে খাবো বলে
সে কথা বলে লাভ কি বলো।
প্লিজ কাছে এসো না
ভয় লাগে আমার।
অরন্য
তখন নীল ধ্রুবতারা জাগেনি
ঘুমন্ত ঘড়ির পানে চেয়ে বসে
অন্ধকারের প্রতীক্ষায় দিন পেরোনোর অগোছালোতা,
সন্ধ্যার স্তব্ধতাটাকে গ্রাস করছে ।
একে একে সবাই চলে গেছে, ঘুম ভাঙানো সাইরেন।
এই সময়টা আমার একান্ত ব্যক্তিগত তুমি আর হাত বাড়িও না,
আর এসো না প্লিজ ভয় লাগে
ভেবেছিলাম যাক না আজ
কাল তো আলোর দেখা পাবই
এই ভেবে আজকের দিনটা উপভোগ করিনি,
কাল দেখি ঘন কালো আঁধারে
ছেয়ে গেছে পুরোটা আকাশ।
এইভাবে যে কতো দিন আমি উপবাসে থেকেছি
আগামিকাল পেট ভরে খাবো বলে
সে কথা বলে লাভ কি বলো।
প্লিজ কাছে এসো না
ভয় লাগে আমার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহারিয়ার ইমন ০৯/১০/২০১৮ভয় দূর করতে হবে
-
আখলাক হুসাইন ০৮/১০/২০১৮অসাধারণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/১০/২০১৮ভাল
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১০/২০১৮ভালো।