গুরুজন তারা
গুরুজন তারা
অরন্য রানা
হারায়েছ যেখানে ফিরে চলো সেথায়
ফেলে আসা দিন রবে অমোলিন
আহ কি ব্যথা ! ইস অনেক লেগেছে বাবা তাই না?
আদুরে গলায় বলেছিলেন দাড়িওয়ালা দ্বীন-মোহাম্মাদ।
আহ কি মধুর বেতের বাড়ি
আজো সেই স্মৃতি বয়ে বেড়াই সারা গা’য়
চুলটা বোধ হয় হলোনা ছাটা,
এই এই একটু অপরে
করে সম্মোধন এই নাপিত বেটা;
এ কথা ছিলো স্মরনে যে, সে মোর
অতীত সেলুন জটা;
অংকটা আর মিলেনা ,এই রে সেরেছে
আগুন ঝরান চোখে ধয়ে আসছে চুলওয়ালা
হ্যান্দসাম, বেটা।
ইউসুফ বলে কচু হবে তোর দ্বারা
হাজার হলেও তার মুখস্ত সব পড়া,
সান্ত নিরব বাংলাতে জহুরা
বিএইড করবে বলে সদা দিত তা
আজ স্বশ্রদ্ধা সদা স্মরন করি
মোর গুরুজন তারা।
অরন্য রানা
হারায়েছ যেখানে ফিরে চলো সেথায়
ফেলে আসা দিন রবে অমোলিন
আহ কি ব্যথা ! ইস অনেক লেগেছে বাবা তাই না?
আদুরে গলায় বলেছিলেন দাড়িওয়ালা দ্বীন-মোহাম্মাদ।
আহ কি মধুর বেতের বাড়ি
আজো সেই স্মৃতি বয়ে বেড়াই সারা গা’য়
চুলটা বোধ হয় হলোনা ছাটা,
এই এই একটু অপরে
করে সম্মোধন এই নাপিত বেটা;
এ কথা ছিলো স্মরনে যে, সে মোর
অতীত সেলুন জটা;
অংকটা আর মিলেনা ,এই রে সেরেছে
আগুন ঝরান চোখে ধয়ে আসছে চুলওয়ালা
হ্যান্দসাম, বেটা।
ইউসুফ বলে কচু হবে তোর দ্বারা
হাজার হলেও তার মুখস্ত সব পড়া,
সান্ত নিরব বাংলাতে জহুরা
বিএইড করবে বলে সদা দিত তা
আজ স্বশ্রদ্ধা সদা স্মরন করি
মোর গুরুজন তারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভদীপ চক্রবর্তী ০৭/১০/২০১৮খুব সুন্দর লিখেছেন।
-
ন্যান্সি দেওয়ান ০৭/১০/২০১৮Darun...
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/১০/২০১৮দারুণ >>>>>>>
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৭/১০/২০১৮সুন্দর লিখেছেন