অর্ধনগ্না
অর্ধনগ্না
অরন্য রানা
রাতের নীয়ন আলোয় ছিপছিপে গড়নের
কে যেন প্রায় গা ঘেঁষে দাঁড়ানো
তখন টিপ টিপ বৃষ্টি পড় ছিলো
ভেজা শরীর তার,বড্ড আবেগী সে
আমায় বললো, একটু যায়গা দেবেন?
আমি খানিক থমকে গিয়ে তাকাই
তার মুখপানে।
কানে আসেনি তার নিবেদন,
শুধু চেয়ে আছি আর ভাবছি !
এক চিলতে যায়গা, তাতেই গা ঘেঁষা
নিরুপায় আমি কিছুটা নির্বাক
হয়তো প্রথম দেখাতে মায়া পড়ে গিয়েছে।
আমি সেখান থেকে উঠতে চাইছি মন প্রানে।
উঠেও পড়ি শেষে,আবার ফিরে তাকালাম পিছুপানে
সে-এই রিক্সা যাবে?গন্তব্য,নিশিত পল্লীতে?
সে- চাইলে আপনিও...আবার বলে গেল, ‘না থাক যদি ঘৃনা জাগে,
ফের চেয়ে দেখলাম সে ছিল ‘অর্ধনগ্না’
অরন্য রানা
রাতের নীয়ন আলোয় ছিপছিপে গড়নের
কে যেন প্রায় গা ঘেঁষে দাঁড়ানো
তখন টিপ টিপ বৃষ্টি পড় ছিলো
ভেজা শরীর তার,বড্ড আবেগী সে
আমায় বললো, একটু যায়গা দেবেন?
আমি খানিক থমকে গিয়ে তাকাই
তার মুখপানে।
কানে আসেনি তার নিবেদন,
শুধু চেয়ে আছি আর ভাবছি !
এক চিলতে যায়গা, তাতেই গা ঘেঁষা
নিরুপায় আমি কিছুটা নির্বাক
হয়তো প্রথম দেখাতে মায়া পড়ে গিয়েছে।
আমি সেখান থেকে উঠতে চাইছি মন প্রানে।
উঠেও পড়ি শেষে,আবার ফিরে তাকালাম পিছুপানে
সে-এই রিক্সা যাবে?গন্তব্য,নিশিত পল্লীতে?
সে- চাইলে আপনিও...আবার বলে গেল, ‘না থাক যদি ঘৃনা জাগে,
ফের চেয়ে দেখলাম সে ছিল ‘অর্ধনগ্না’
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৮/১০/২০১৮Sundor
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১০/২০১৮ভালো।
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৫/১০/২০১৮আহা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/১০/২০১৮দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন!
ধন্যবাদ।