www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপেক্ষা

কাঁটা

মেঘ ঢলে পড়ে
গলে যায়,
ঘিরে ধরে আবার
সরে যায় ; ফিরে যায়
তোমার ছায়ায়।

রোদ সরে গেছে,
পঁচে গিয়ে মিশে গেছে;
আঙুল গড়িয়ে ক্ষয়ে গিয়ে
সেই আঙুরলতায়।

রোদ বয়ে গেছে
অনন্ত অনলে জ্বলে,
জমা দগদগে ঘা হয়ে,
মিশে গেছে সেই -
টুকরো হওয়া আলোর
আদিম গহীনে।

মেঘ সরে গেছে।
শব্দ শুনে বুঝি
আলো দূরে চলে গেছে,
চোখ সয়ে আসে না তবুও
চোখা যতো ভুল।

পরছায়া পরগাছা
সবই যদি পর হবি
জীবন - তুই আর
কেনই বা আপন ?

ছেঁড়া-খোঁড়া রঙ-তুলি
গেঁথে নিয়ে বেঁধে নিয়ে
বয়ে চলে কাঁটা!
আর জীবন - তুই তারেই বলিস
বাহ - বাহবা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০২/০৬/২০২০
    পরিপক্ব ও পরিপাটি লেখা । মার্জিত l
 
Quantcast