আমি গোলাম
আমি সেই রাত জাগা পাখি,
যে নিখিল দিবসে জপি তোমার নাম।
আমি সেই পাপি ,পাপে চাই পানা খোদার দরবার।
আমি সেই আধার কালো,
যাহাতে আছে পাপের পূর্ণ।
আমি সেই পাপি,অশ্রু চোখে করি তওবা।
এই আমি সে যার একটা পরিচয়, আমি মানুষ ।
এই সেই আমি যার ধর্ম আমি মুসলিম।
যার কর্ম, সাধনা প্রেম,সফেছি একজনা,
নয় কেহ সে আমার প্রভূ আল্লাহ ছাড়া।
যে নিখিল দিবসে জপি তোমার নাম।
আমি সেই পাপি ,পাপে চাই পানা খোদার দরবার।
আমি সেই আধার কালো,
যাহাতে আছে পাপের পূর্ণ।
আমি সেই পাপি,অশ্রু চোখে করি তওবা।
এই আমি সে যার একটা পরিচয়, আমি মানুষ ।
এই সেই আমি যার ধর্ম আমি মুসলিম।
যার কর্ম, সাধনা প্রেম,সফেছি একজনা,
নয় কেহ সে আমার প্রভূ আল্লাহ ছাড়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মু,সায়েম আহমাদ। ০৫/০৬/২০২০অসাধারণ!
-
মৌমিতা পাল ০৪/০৬/২০২০সুন্দর
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৪/০৬/২০২০ভাল।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৬/২০২০ভালো।
-
ফয়জুল মহী ০৪/০৬/২০২০অত্যন্ত মনোমুগ্ধকর লেখা