খোদা ভক্তি
আমি মুসলিম, আমি মানুষ।
আমি চেতনা ,আমি সংগ্রামী।
আমি সেই ইশ্বরে সেবিছি জীবন,
জীবে যে জন করেছে সৃষ্টি।
আমি আপন প্রেম করেছি তাহা,
যাহা সব খোদা দান এই পৃথিবি।
যে মন করে না ভক্তি খোদা,
নরকেও লহেনা তাহার দেহ খানা।
খোদা ভক্তি স্বর্গ মিলে,
মিলে হিয়া শান্তি সুদা।
তব হে আপনার মন করেছি অর্পণ,
যাহা লহে ,তাহা কহে;করে আল্লাহ আল্লাহ মন।
করে যাহা ,চাহে তাহা,মিলেরে ঐ হিয়া,
খোদা নামে যাহা প্রার্থনা মিলে সরবদা।
আমি চেতনা ,আমি সংগ্রামী।
আমি সেই ইশ্বরে সেবিছি জীবন,
জীবে যে জন করেছে সৃষ্টি।
আমি আপন প্রেম করেছি তাহা,
যাহা সব খোদা দান এই পৃথিবি।
যে মন করে না ভক্তি খোদা,
নরকেও লহেনা তাহার দেহ খানা।
খোদা ভক্তি স্বর্গ মিলে,
মিলে হিয়া শান্তি সুদা।
তব হে আপনার মন করেছি অর্পণ,
যাহা লহে ,তাহা কহে;করে আল্লাহ আল্লাহ মন।
করে যাহা ,চাহে তাহা,মিলেরে ঐ হিয়া,
খোদা নামে যাহা প্রার্থনা মিলে সরবদা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৫/২০২০খোদা ভক্তি দরকার।
-
ফয়জুল মহী ২১/০৫/২০২০অপরিসীম ভালো লাগলো।
-
ইসলাম শফিকুল ২১/০৫/২০২০অসাধারণ কবিতা।