www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষ নবীর ত্যাগ

রশ্নি ভরা আলো মুখে,
চক্ষু জলো জল।

ত্যাগ মহিমায় করেছো তুমি,
ইসলামের বিজয়।

ভাবোনি কবু আপনার কথা,
করেছ উম্মাতি ।

তায়েফ বাসি চিনলোনা তোমায় চিনলো জ্বিন জাতি।

হয়েছে বিজয় ইসলামের আজ আপনার ত্যাগেতে,
সর্ব নেতা চেয়ে আপনি ভালো হে বিশ্ব নবি।

হয়েছি মোরা মুসলিম ভবে ,
পেয়েছি বিশ্ব নবী।

করেন আপনি আজ ও রোজ দিবস ,
ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি ।

দয়ার নবী ,নূরের নবী, নূরে মদিনা;
নিন হে মোরে কবুল করি উম্মাতি বলিয়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast