আমার প্রানের মা
মা আমার সেই ,যে নিজের সুখ কখ্ন ও ভাবেনি...। তিনি আমার মা যার কাছে ছিলোনা খাবার দেওয়ার পয়সা ছিলোনা ,সন্তানের মুখে খাবার দিবে কি ভাবে এটা ভেবে কান্না করতো ............সেই মা যে নিজে না খেয়ে সন্তান কে খাবার দিতো ,কখনো কি ভেবেছো তুমি? যে নিজে ভালো কিছু খেতোনা বলতো হয়তো খোকা এটা খেলে খুশি হবে।এই সেই প্রানের মা যাকে আল্লাহ তায়ালা তাহার পরে পৃথিবীর মানুষের কাছে সম্মান দিছেন.........। মা তিনি শুধু মা নয় ,তিনি সন্তানের জন্য রহমত,একটি ঘরের আলো তিনি সেই মা যে সন্তানের চোখে পানি দেখলে নিজের আচল দিয়ে চোখ মুছি দিয়ে বলতো কি হয়েছে বল? আমি তো তোর সাথে আছি.........। কখন ও কি মায়ের কষ্ট অনুভব করে দেখেছো......?
আহা! কি কষ্ট না করেছেন আমাদের মা।। কি দিয়েছি মাকে? বিনিময় কিছুই দিতে পারিনি দিয়েছি শুধু কষ্ট ।
মা মানে মাথার উপরে ছায়া ,মা মানি একটা ছাতা যা কিনা সন্তানের মাথার উপর ভরসা হয়ে থাকে ,যে কিনা সব কিছু থেকে আমাদের রক্ষা করেছেন।
*** তোমাকে সালাম আমার মা ****
--------------------------
"আমার মা"
সুখেতে তুমি দেখোনি তোমার দিক,
করেছো মোরে যত্ন হে আমার জননি।
পারিবো না সুদাতে কবু তোমার ঋন,
তোমাকে সালাম আমার মা জননি।
তুমিতো হেথা করেছো পালন মোরে,
কি পেয়েছো বিনিময়ে ?
দিয়েছু শুধু কষ্ট তোমায় হে মা জননি !
তুমিতো রেখেছো আগলে মোদের বটবৃক্ষের ন্যায়।
দেওনি কাদিতে মোদের তুমি,রেখেছো আচল ছায়ায়।
তুমি হে মা আমার ছায়া ভূমি,তুমি আচল মাখা ।
তুমি মোদের জান্নাত জাহান্নাম,তুমি নেয়েমত বিধাতা।
সুখেতে মোদের রেখছো সুখি,দুখেতে তুমি নিজেই দুঃখী।
দেওনি মোদের কষ্ট তুমি নিজে কষ্ট থাকি ।
হে! আমার মা জননি,
তোমাকে জানাই সালাম মোরা;
তুমি মোদের বৃক্ষভূমি।
আহা! কি কষ্ট না করেছেন আমাদের মা।। কি দিয়েছি মাকে? বিনিময় কিছুই দিতে পারিনি দিয়েছি শুধু কষ্ট ।
মা মানে মাথার উপরে ছায়া ,মা মানি একটা ছাতা যা কিনা সন্তানের মাথার উপর ভরসা হয়ে থাকে ,যে কিনা সব কিছু থেকে আমাদের রক্ষা করেছেন।
*** তোমাকে সালাম আমার মা ****
--------------------------
"আমার মা"
সুখেতে তুমি দেখোনি তোমার দিক,
করেছো মোরে যত্ন হে আমার জননি।
পারিবো না সুদাতে কবু তোমার ঋন,
তোমাকে সালাম আমার মা জননি।
তুমিতো হেথা করেছো পালন মোরে,
কি পেয়েছো বিনিময়ে ?
দিয়েছু শুধু কষ্ট তোমায় হে মা জননি !
তুমিতো রেখেছো আগলে মোদের বটবৃক্ষের ন্যায়।
দেওনি কাদিতে মোদের তুমি,রেখেছো আচল ছায়ায়।
তুমি হে মা আমার ছায়া ভূমি,তুমি আচল মাখা ।
তুমি মোদের জান্নাত জাহান্নাম,তুমি নেয়েমত বিধাতা।
সুখেতে মোদের রেখছো সুখি,দুখেতে তুমি নিজেই দুঃখী।
দেওনি মোদের কষ্ট তুমি নিজে কষ্ট থাকি ।
হে! আমার মা জননি,
তোমাকে জানাই সালাম মোরা;
তুমি মোদের বৃক্ষভূমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসমাইল জসীম ২০/০৫/২০২০মায়ের প্রতি শ্রদ্ধা অপরিসীম।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৫/২০২০মায়ের চেয়ে আপন কেউ নেই।
-
ফয়জুল মহী ২০/০৫/২০২০চরম বাস্তবতার নিখুঁত প্রকাশ।