www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাজনীতির ব্যবসা

রাজনীতি এক বড় ব্যবসা। এদেশের রাজনীতিবিদ মানেই বড় মাপের ব্যবসায়ী। মানুষ ব্যবসায় লস দিলেও তারা ক্ষমতায় থাকা অবস্থায় ব্যবসায় কখনও লস দেয়  না। বরং লাখ টাকার ব্যবসায়ী ফুলে ফেঁপে কোটি টাকার ব্যবসায়ীতে পরিণত হয়। পত্রিকায় আমরা দেখতে পাই অনেক সাংসদের বিগত নির্বাচন থেকে নিয়ে ৫ বছরে প্রদর্শিত আয় কতো শত গুণ বেড়েছে। যেমনঃ

আবদুর রহমান বদি (কক্সবাজার-৪)
২০০৮ সালে বার্ষিক আয়ঃ ২ লাখ ১০ হাজার ৪৮০ টাকা
২০১৩ সালে বার্ষিক আয়ঃ ৩৯ লাখ ৩৯ হাজার ৮০৮ টাকা
গত ৫ বছরের আয়ঃ ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা

আব্দুল মান্নান খান (ঢাকা-১)
২০০৮ সালে বার্ষিক আয়ঃ ২৬ লাখ ২৫ হাজার টাকা
২০১৩ সালে বার্ষিক আয়ঃ ৩.৫ কোটি টাকা
গত ৫ বছরে সম্পদ বেড়েছেঃ ১০৭ গুণ বেশি (১০ লাখ টাকা থেকে ১১ কোটি টাকা)

মির্জা আজম (জামালপুর-৩)
২০০৮ সালে বার্ষিক আয়ঃ ৪ লাখ ৪৮ হাজার টাকা
২০১৩ সালে বার্ষিক আয়ঃ ১৫ লাখ ৭১ হাজার টাকা
৫ বছরে স্থাবর সম্পদ বেড়েছেঃ ১৩ কোটি ৭৯ লাখ টাকা

নুর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১)
২০০৮ সালে বার্ষিক আয়ঃ ৪ লাখ ৪৮ হাজার টাকা (স্ত্রীর কোন আয় ছিলো না)
২০১৩ সালে স্ত্রীর আয়ঃ প্রায় ৫ কোটি টাকা
৫ বছরে স্থাবর সম্পদ বেড়েছেঃ ১ কোটি ৩৩ লাখ টাকা

জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)
২০০৮ সালে বার্ষিক আয়ঃ ৭ লাখ ৪৩ হাজার টাকা
৫ বছরে সম্পদ বেড়েছেঃ ৮ কোটি টাকা

ফজলে নূর তাপস (ঢাকা-১০)
২০০৮ সালে বার্ষিক আয়ঃ ২২ লাখ টাকা
২০১৩ সালে বার্ষিক আয়ঃ ২ কোটি ১১ লাখ ৮৬ হাজার টাকা
৫ বছরে নতুন অর্জনঃ রাবার ও চা-বাগান, এপার্টমেন্ট, ধানমন্ডীতে প্লট

নজরুল ইসলাম (নারায়নগঞ্জ-২)
২০০৮ সালে বার্ষিক আয়ঃ ৫ লাখ ৩২ হাজার টাকা
২০১৩ সালে বার্ষিক আয়ঃ ৯৮ লাখ ৭৯ হাজার টাকা
৫ বছরে স্থাবর সম্পদ বেড়েছেঃ ৩ কোটি ৭৮ লাখ টাকা
৫ বছরে অস্থাবর সম্পদ বেড়েছেঃ ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার টাকা

দীপংকর তালুকদার (রাঙামাটি)
২০০৮ সালে বার্ষিক আয়ঃ ৭ লাখ টাকা
২০১৩ সালে বার্ষিক আয়ঃ ৫৫ লাখ ৪৭ হাজার টাকা
৫ বছরে অস্থাবর সম্পদ বেড়েছেঃ প্রায় ৬৫ লাখ টাকা

ইলিয়াস মোল্লাহ
৫ বছরে অস্থাবর সম্পদ বেড়েছেঃ ৬ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৯৩৩ টাকা

সূত্রঃ

প্রথম আলো - বদির আয় বেড়েছে ৩৫১ গুণ
প্রথম আলো - ফুলে ফেঁপে উঠেছে সম্পদ
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ১৩৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রবাসী পাঠক ২০/১২/২০১৩
    পেশা হিসাবে রাজনীতি অনেক লাভজনক একটি পেশা।
 
Quantcast