www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুরানো দিনের কিছু দুঃখের গান

আমার পছন্দের কিছু বিষন্ন গান এখানে সবার সাথে শেয়ার করলাম


হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই শুধু বলছি আমি,
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই,
প্রেম বলে কিছু নেই... কিছু নেই।।
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব,
বলে প্রেম সেই তো, ফুলে যা সৌরভ,
আমি বলি মিছে সব মানুষের জন্য।
ফুলের মতো মন মানুষের নেই,
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
প্রেম বলে কিছু নেই... কিছু নেই।।
নিজের হাতে গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্বল,
যারা চায়, চিরদিন চেয়ে তারা ধন্য,
আসল দেবার কারও কিছু আর নেই,
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
প্রেম বলে কিছু নেই... কিছু নেই।।


পারি না ভুলে যেতে,
স্মৃতিরা মালা গেঁথে
হারানো সে পৃথিবীতে ডেকে নিয়ে যায়।
আমারে কাঁদায়... আমারে কাঁদায়।।
কেউ যদি এমন দেখে
আমাকে দুঃখী বলে
শুধাই যদি কেন ভাসি
পোড়া এই চোখের জলে,
আমার সকল কথার জবাব যেন আপনি হারায়,
আমারে কাঁদায়... আমারে কাঁদায়।।
আমায় দিয়ে ভুল ঠিকানা
সে আছে কতো দূরে,
ছেড়া তার বাতাসে তার
বাজে না আগের সুরে,
তবু ফেলে আসা পথে যেতে সমুখে দাঁড়ায়,
আমারে কাঁদায়... আমারে কাঁদায়।।


আমাকে পোড়াতে যদি এতো লাগে ভাল,
জ্বালো আগুন আরও জ্বালো,
ঢালো আরও ব্যাথা ঢালো।।
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি,
দিয়েছো আঘাত যতো
সবই তার সয়েছি।
নিঠুর ওগো তবুও
তোমাকে লেগেছে ভাল,
তোমাকে বেসেছি ভাল।
জ্বালো আগুন আরও জ্বালো,
ঢালো আরও ব্যাথা ঢালো।।
এ হৃদয় ধূপসম তোমারই জ্বালায়
যাক যদি জ্বলে-পুড়ে ছাই হয়ে যায়।
কিছু তার সুরভি, কিছু তার বেদনা,
পড়বে তোমার মনে যেখানেই থাকো না।।
সেদিনের সে স্মৃতি
জানি গো তোমার মনে জ্বালবে না আলো।
জ্বালো আগুন আরও জ্বালো,
ঢালো আরও ব্যাথা ঢালো।।


তুমি কি দেখেছো কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে করুণ রোদনে
তিলে তিলে তার ক্ষয়।।
আমি তো দেখেছি
কতো যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়
শুকনো পাতার মর্মরে বাজে
কতো সুর বেদনায়।
আকাশে বাতাসে নিস্ফল আশা
হাহাকার হয়ে রয়,
দুঃখের দহনে করুণ রোদনে
তিলে তিলে তার ক্ষয়।।
প্রতিদিন কতো খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।
কেউ তো জানে না প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়,
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারও নয়,
দুঃখের দহনে করুণ রোদনে
তিলে তিলে তার ক্ষয়।।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১৩৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast