মান্না দে
ছোটবেলা থেকেই যাদের গান শুনে বড় হয়েছি তাদের একজন হচ্ছেন আমার অত্যন্ত প্রিয় গায়ক মান্না দে। অনেক দিন যাবতই তিনি অসুস্থ ছিলেন। আজ জানতে পারলাম যে তিনি আর আমাদের মাঝে নেই। মনটা অনেক খারাপ হয়ে গেলো। সেই তখন থেকে তাই মান্না দে-র গানই শুনে যাচ্ছি। আর এইসব গানের সাথে জড়িয়ে পুরানো দিনের অনেক স্মৃতি মনে দোলা দিয়ে যাচ্ছে। তেমন কিছু গান নিচে দিলাম সবার জন্য।
ক'ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবেঃ
সবাই তো সুখি হতে চায়ঃ
পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিনঃ
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেইঃ
যদি হিমালয় আলপসের সমগ্র জমাট বরফঃ
তুমি নয় নাই কাছে আসলেঃ
সে আমার ছোট বোনঃ
ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গেঃ
ও কেন এতো সুন্দরি হলোঃ
তুমি কি সেই আগের মতোই আছোঃ
তুমি নিজের মুখেই বললে যেদিনঃ
কতোদিন দেখিনি তোমায়ঃ
আবার হবে তো দেখাঃ
শাওন রাতে যদি স্মরণে আসে মোরেঃ
ক'ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবেঃ
সবাই তো সুখি হতে চায়ঃ
পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিনঃ
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেইঃ
যদি হিমালয় আলপসের সমগ্র জমাট বরফঃ
তুমি নয় নাই কাছে আসলেঃ
সে আমার ছোট বোনঃ
ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গেঃ
ও কেন এতো সুন্দরি হলোঃ
তুমি কি সেই আগের মতোই আছোঃ
তুমি নিজের মুখেই বললে যেদিনঃ
কতোদিন দেখিনি তোমায়ঃ
আবার হবে তো দেখাঃ
শাওন রাতে যদি স্মরণে আসে মোরেঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ২৪/১০/২০১৩শ্রদ্ধা জানাই
আর প্রিয় গায়কের জন্যে শ্রদ্ধা রইল ।।