রাজনীতিবিদ রে করো তোমার মনে যাহা লয়
পাবলিকের গায়ে যতো দুঃখ সয়
রাজনীতিবিদ রে করো তোমার মনে যাহা লয়...
নিঠুর নেতা রে...
বলেছিলে জনগণের হবে
ভোট দিয়াছি এই ভেবে,
সাক্ষী কেউ ছিলো না সেই সময়।
সাক্ষী শুধু চন্দ্র তারা
একদিন তুমি পড়বে ধরা রে নেতা
ত্রিভূবনের বিচার যেদিন হয়।
রাজনিতিবিদ রে করো তোমার মনে যাহা লয়...
নিঠুর নেতা রে...
ইলেকশনে ভোট পাওয়ার পর
একদিনও না লইলে খবর,
এই কি গণসংযোগের পরিচয়?
মিছামিছি ওয়াদা দিয়া
কেন বা আশা বাড়াইয়া রে নেতা
আখের গুছানো উচিত কি আর হয়?
রাজনীতিবিদ রে করো তোমার মনে যাহা লয়...
পাষান নেতা রে...
আবারও ভোটকেন্দ্রে গিয়া
সন্ত্রাসীদের ভোট দিয়া
করবো না জয়ী যতোই দেখাও ভয়।
পাবলিকের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা রে নেতা
চোরে চোরে মাসতুতু ভাই হয়।
রাজনীতিবিদ রে করো তোমার মনে যাহা লয়...
রাজনীতিবিদ রে করো তোমার মনে যাহা লয়...
নিঠুর নেতা রে...
বলেছিলে জনগণের হবে
ভোট দিয়াছি এই ভেবে,
সাক্ষী কেউ ছিলো না সেই সময়।
সাক্ষী শুধু চন্দ্র তারা
একদিন তুমি পড়বে ধরা রে নেতা
ত্রিভূবনের বিচার যেদিন হয়।
রাজনিতিবিদ রে করো তোমার মনে যাহা লয়...
নিঠুর নেতা রে...
ইলেকশনে ভোট পাওয়ার পর
একদিনও না লইলে খবর,
এই কি গণসংযোগের পরিচয়?
মিছামিছি ওয়াদা দিয়া
কেন বা আশা বাড়াইয়া রে নেতা
আখের গুছানো উচিত কি আর হয়?
রাজনীতিবিদ রে করো তোমার মনে যাহা লয়...
পাষান নেতা রে...
আবারও ভোটকেন্দ্রে গিয়া
সন্ত্রাসীদের ভোট দিয়া
করবো না জয়ী যতোই দেখাও ভয়।
পাবলিকের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা রে নেতা
চোরে চোরে মাসতুতু ভাই হয়।
রাজনীতিবিদ রে করো তোমার মনে যাহা লয়...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ০৩/১২/২০১৩এ লেখার প্রশংসা করার ভাষা আমার জানা নাই
-
אולי כולנו טועים ০৩/১২/২০১৩শত্তিশালী কবিতা।
আমাদের এই আক্ষেপ কবে শেষ হবে - হয়তবা কখনই নয়। -
প্রবাসী পাঠক ০২/১২/২০১৩ভাই অফলাইনে ছিলাম , আপনার লেখাটা দেখে অনলাইনে আসতে বাধ্য হলাম।
তবে আমার মনে হয় , আমরা জনগণ যত কিছুই বলি , রাজনীতিবিদরা শোধরাবেন না। বাংলাদেশের সব রাজনীতিবিদদের ডিএনএ টেস্ট করা উচিৎ। আমার মনে হয় এদের ডিএনএ তে মানবিক কোন স্টাকচার নেই।