জীবনের ছন্দ
দ্বিধা নয় কোন সিধা হও,
চোখটি করো হে বন্ধ
স্বপনের জালে বুনো না
জীবনের বৃথা ছন্দ।
দিনকানা তো রোদে গেলেও
কিছুই সে দেখে না
কত তেজে ফোটেছে খৈ
কিছুই তার নেই জানা।
রাত্রিতো এসেছে কতোই
আঁধার ঘিরিয়া সবে
শুকায় কি বেদনার ক্ষত
ভোরহীন রাত্তিরে কবে?
আশার মালা গাঁথো এবার
দ্বিধাটি করো হে দূর
আঁধারের জোনাক আলোয়
দেখবে এবার সমুদ্দুর।
চোখটি করো হে বন্ধ
স্বপনের জালে বুনো না
জীবনের বৃথা ছন্দ।
দিনকানা তো রোদে গেলেও
কিছুই সে দেখে না
কত তেজে ফোটেছে খৈ
কিছুই তার নেই জানা।
রাত্রিতো এসেছে কতোই
আঁধার ঘিরিয়া সবে
শুকায় কি বেদনার ক্ষত
ভোরহীন রাত্তিরে কবে?
আশার মালা গাঁথো এবার
দ্বিধাটি করো হে দূর
আঁধারের জোনাক আলোয়
দেখবে এবার সমুদ্দুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৪/২০১৮অসাধারণ কবিতাখানি। প্রাণটা জুড়িয়ে গেল।
-
কবি শেখ ফয়সাল ০২/১২/২০১৬ভালো হয়েছে
-
আমি-তারেক ০১/১২/২০১৬bah valo...
-
রাশেদ খাঁন ০১/১২/২০১৬জোনােকের আলোয় সমুদ্দুর দেখেন , এই প্রত্যাশা......
-
আব্দুল হক ৩০/১১/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ৩০/১১/২০১৬vlo,
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ৩০/১১/২০১৬সুন্দর হইয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১১/২০১৬বেশ!
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৯/১১/২০১৬সুন্দর
-
আব্দুল হক ২৯/১১/২০১৬বেশ
-
দেবজ্যোতিকাজল ২৯/১১/২০১৬ভাল হয়েছে
-
আমি-তারেক ২৯/১১/২০১৬sundor...