www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জবাব দিতে হবে

বিদগ্ধ মোর বঙ্গমাতা শুনবে কি গো আজ
অভাগাদের কষ্ট গাথার করুণ আহাজারী!
আজ মা তুমি সেজেছ কি এমনই বধির!
রক্ত নেশা তোমার হয়েছে কি ভারি!
রক্ত চাই তোমার - শুধু তাজা লহু
ঝরে প্রাণ ঝরুক না, যতই হোক তা বহু!

দু’লাখের ইজ্জত বলি, তিরিশ লাখের প্রাণ
ঝরিয়ে হয়েছিলে তুমি মুক্ত বিরাঙ্গনা।
স্বাধীন হবার স্বপ্ন কি মা এমনই ছিল তবে;
আগুন পাখায় চড়ে মোরা করব যুদ্ধ আজো
অকাতরে খেলতে হোলি ওই ক্ষমতার তরে!
মানুষ তবে নয় কি কোন কিছু, ক্ষমতাই সার?

ভ্রষ্টনীতির পাশা খেলায় গণতন্ত্র গেছে দূর
মানবতার নেই কো ছায়া, নেই তো অধিকার
দুর্নীতি আর মিথ্যা বুলির দেখি জয় জয়কার!
মায়ের জাত তো মায়াবতী, দেখি একি ছবি –
সেকি কুহকিনী মায়া; স্ব-সন্তান বিনে ভাসে না চোখে
আর সন্তানের ছায়া! ‌নয় দরদী জনতা পঙ্গপালেও?

আমার ভাইয়ের রক্তে রাঙিয়েছ মানচিত্র তোমার
তবু কেন বাঁচার তরে এত যুদ্ধ হলাহল মা গো?
হিংসায় লুটাই, করি হানাহানি মারতে আপন ভাই?
জন্ম শুধুই দিয়েছ মোদের, মানুষ তো কর নি?
বোমার ঘাতে আজ যে শিশু হচ্ছে খান খান
স্বপ্ন ভেঙ্গে হয় চুরমার, এ দায় ব’ল মা কার?

জাল পরা বাসন্তী মা নিয়েছে বিদায় বহু আগেই
তবু কেন ঝুলে আজো ফালানীরা কাঁটাতারে
উদ্বাহু ডানা মেলে ঝলমলে জামা গায়?
ক্ষমতা ছাড়া আজ যাদের নেই কোন হুশ
হুশিয়ার বল তাদের; এ গনেশ উল্টে যাবে, রুখে যদি
ফুঁসে উঠে আম-জনতা, জবাব তাদের দিতেই হবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ২৭/০২/২০১৫
    জবাব সত্যি দিতে হবে জ ন তা র দর বারে। ভাল লাগল।
    • অনিরুদ্ধ বুলবুল ০৪/০৩/২০১৫
      দু:খিত কবি, অনেকদিন পরে লগিন হলাম তাই জবাব দিতে দেরি হলো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
  • সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫
    darun @ valo laglo brother
  • এম এস সজীব ১৭/০১/২০১৫
    অসুন্দৱ নই
  • পিয়ালী দত্ত ১৬/০১/২০১৫
    দারুন
  • ১৬/০১/২০১৫
    কাংখিত স্বাধীনতার ফসল হয়তো আমরা এখনো ঘরে তুলতে পারিনি । তাই তো চারিদিকে এত হানাহানি, ক্ষমতার লড়াই ।
    ভালো লিখেছেন ।
  • রনক জামান ১৬/০১/২০১৫
    শব্দচয়ন পুরনো হলেও সময়োপযোগী বিষয়বস্তু, ভাল লাগল।
    • অনিরুদ্ধ বুলবুল ১৬/০১/২০১৫
      কবি, আমি পুরনো মানুষ - যা ই লিখি মান্দাতার ধারাটা থেকেই যায়। বদলাতে পারি না, বদলাতে চাইও কম। যা বলি সরাসরি বিশ্লেষণাত্মক বর্ণনায়ই বলি। রূপক উপমার মোড়কে বিমূর্ত কবিতা প্রায় বুঝিই না, লিখিও কম। নতুন যে ধারায় অনেকেই লিখেন সেই মাণে বোধহয় আমার আর উঠা হয়ে উঠবে না।

      আমি বুঝি - কবিতা হতে হবে সব ধরণের মানুষের উপভোগ্য। যিনিই পড়ুন না কেন পড়েই যেন টেক্সটা বুঝতে পারেন - কবি কি বলতে চেয়েছেন। ইদানিং দেখছি; বুঝতে না দেয়ার মধ্যেই বুঝি কবিতার সার্থকতা লুকিয়ে আছে! বাছাই করা (হাজারে একজন) কিছু পাঠকের জন্য যারা লিখতে পারেন তারা লিখুন। সেই সব কবিতার পাঠক হবার যোগ্যতাও আমার নেই।

      ভাল লেগেছে জেনে প্রীত হলাম কবি। শুভেচ্ছা নিন।
  • চমৎকার
  • জবাবের প্রত্যাশায় বাঙ্গালী বার বার বিপ্লব করে কবি, তারপরে ক্ষমতার হাতবদল হয়। কিছুদিনের মধ্যেই শাসকের পুনরায় "শোষক" রূপ। জাল পরা বাসন্তী মাতার বিদায়ও সুখকর ছিলোনা। তাদের জীবন দেহ থেকে বিদায় নিয়েছে, তাদের দারিদ্র্য বিদায় নেয় নি কবি।
    ভালোলাগা রইলো চমৎকার কবিতার জন্য।
    মায়াবতী > ময়াবতী
    • অনিরুদ্ধ বুলবুল ১৫/০১/২০১৫
      ধন্যবাদ বন্ধু।
      অন্যের বানান হলে এই চোখ ঠিকই দেখে নিতো, নিজের বানান দেখতে পাই না। ঠিক করে নিয়েছি কবি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন। শুভেচ্ছা নিন।
 
Quantcast