www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যদি শিল্পী হতাম

[গীতিকাব্য]

যদি কোন এক শিল্পী হতাম
ভাষাহীন কথামালা গানে সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
মনের গোপন ব্যথা লিখে জানাতো।
কানা গলিটির মোড়ে
ধ্বসে পড়া মন্দিরে
স্বপ্নকে দিয়েছি কবর।
জীবনের ভাঙা পাড়ে
আঁকা-বাঁকা পথ ধরে
নাঙা পায় আমি হেঁটেছি কতো।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
হৃদয়ের শত ব্যথা লিখে জানাতো।


যদি কোন এক শিল্পী হতাম
হৃদয়ের চাওয়া পাওয়া গানে সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
না বলা মনের কথা লিখে জানাতো।
তুমি নেই অবসরে
সুর হারা বাঁশী ফুঁড়ে
কোন গীত আর বাজে না তো।
নির্জন নদী তীরে
প্রেমহীন ভাঙা ঘরে
বিরহের গান গাই অবিরত।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
মন পোড়া হাহাকার লিখে জানাতো।


যদি কোন এক শিল্পী হতাম
তোমার মনের পাশে মন সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
ব্যথার এ নদীটিরে বেঁধে রাখতো
সময়ের খেয়া ঘাটে
কড়ি বিনে পার হতে
কত পণ করেছি শত।
এই ভালো সেই ভালো
দেখেশুনে ছিপ ফেলো
নিয়তির ‘পরে ভর করো না তো
পোড়া মন যদি ওগো কবিতা হতো
হৃদয়ের কাশফুলও সুরভী দিতো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫
    fine very fine likte takun brother
  • শিমুল শুভ্র ১৪/০১/২০১৫
    দারুন দারুণ ,সুর করানোর মাধ্যম থাকলে আরো ভালো লাগতো ।
  • সাইদুর রহমান ১৩/০১/২০১৫
    অসাধারণ।
    বেশ সুন্দর গীতিকাব্য।
    শুভেচ্ছা জানবেন।
  • ইমন শরীফ ০৮/০১/২০১৫
    যদি আমি হতাম শুনতে চাইনা বরং দেখতে চাই তেমন। আর গীতি কাব্যের পরিসরটা একটু খাটো হলে আরো ভাল হয়না কবি??
    • অনিরুদ্ধ বুলবুল ০৯/০১/২০১৫
      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কবি। আপনার পরামর্শ স্মরণ রাখবো। তিন স্তবকের লেখাটা দৃশ্যতঃ বড়ই মনে হচ্ছে তবে গীতিকবিতা বিধায় কয়েকটি লাইন ঘুরে ফিরে প্রতি স্তবকে বারবার এসেছে তাই বড় দেখাচ্ছে। ভাল থাকুন। শুভেচ্ছা নিন।
  • রক্তিম ০৭/০১/২০১৫
    বেশ তো হলো । কেমন যেন অমাবস্যার আকাশ । গভীর অন্ধকারে তারাদের মিছিল ।
  • ০৬/০১/২০১৫
    সুন্দর কথায় সাজানো চমৎকার কবিতা ।
    ভালোলাগা রইল ।
  • সত্যি অনেক সুন্দরভ অনেক ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।
  • মোঃ আবদুল করিম ০৬/০১/২০১৫
    অসাধারন
  • যদি কোন শিল্পী হতাম
    মানুষ না হয়ে পাখি হতাম
  • অস্পষ্ট ছবি ০৬/০১/২০১৫
    nice...
 
Quantcast