যদি শিল্পী হতাম
[গীতিকাব্য]
যদি কোন এক শিল্পী হতাম
ভাষাহীন কথামালা গানে সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
মনের গোপন ব্যথা লিখে জানাতো।
কানা গলিটির মোড়ে
ধ্বসে পড়া মন্দিরে
স্বপ্নকে দিয়েছি কবর।
জীবনের ভাঙা পাড়ে
আঁকা-বাঁকা পথ ধরে
নাঙা পায় আমি হেঁটেছি কতো।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
হৃদয়ের শত ব্যথা লিখে জানাতো।
যদি কোন এক শিল্পী হতাম
হৃদয়ের চাওয়া পাওয়া গানে সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
না বলা মনের কথা লিখে জানাতো।
তুমি নেই অবসরে
সুর হারা বাঁশী ফুঁড়ে
কোন গীত আর বাজে না তো।
নির্জন নদী তীরে
প্রেমহীন ভাঙা ঘরে
বিরহের গান গাই অবিরত।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
মন পোড়া হাহাকার লিখে জানাতো।
যদি কোন এক শিল্পী হতাম
তোমার মনের পাশে মন সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
ব্যথার এ নদীটিরে বেঁধে রাখতো
সময়ের খেয়া ঘাটে
কড়ি বিনে পার হতে
কত পণ করেছি শত।
এই ভালো সেই ভালো
দেখেশুনে ছিপ ফেলো
নিয়তির ‘পরে ভর করো না তো
পোড়া মন যদি ওগো কবিতা হতো
হৃদয়ের কাশফুলও সুরভী দিতো।
যদি কোন এক শিল্পী হতাম
ভাষাহীন কথামালা গানে সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
মনের গোপন ব্যথা লিখে জানাতো।
কানা গলিটির মোড়ে
ধ্বসে পড়া মন্দিরে
স্বপ্নকে দিয়েছি কবর।
জীবনের ভাঙা পাড়ে
আঁকা-বাঁকা পথ ধরে
নাঙা পায় আমি হেঁটেছি কতো।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
হৃদয়ের শত ব্যথা লিখে জানাতো।
যদি কোন এক শিল্পী হতাম
হৃদয়ের চাওয়া পাওয়া গানে সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
না বলা মনের কথা লিখে জানাতো।
তুমি নেই অবসরে
সুর হারা বাঁশী ফুঁড়ে
কোন গীত আর বাজে না তো।
নির্জন নদী তীরে
প্রেমহীন ভাঙা ঘরে
বিরহের গান গাই অবিরত।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
মন পোড়া হাহাকার লিখে জানাতো।
যদি কোন এক শিল্পী হতাম
তোমার মনের পাশে মন সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
ব্যথার এ নদীটিরে বেঁধে রাখতো
সময়ের খেয়া ঘাটে
কড়ি বিনে পার হতে
কত পণ করেছি শত।
এই ভালো সেই ভালো
দেখেশুনে ছিপ ফেলো
নিয়তির ‘পরে ভর করো না তো
পোড়া মন যদি ওগো কবিতা হতো
হৃদয়ের কাশফুলও সুরভী দিতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫fine very fine likte takun brother
-
শিমুল শুভ্র ১৪/০১/২০১৫দারুন দারুণ ,সুর করানোর মাধ্যম থাকলে আরো ভালো লাগতো ।
-
সাইদুর রহমান ১৩/০১/২০১৫অসাধারণ।
বেশ সুন্দর গীতিকাব্য।
শুভেচ্ছা জানবেন। -
ইমন শরীফ ০৮/০১/২০১৫যদি আমি হতাম শুনতে চাইনা বরং দেখতে চাই তেমন। আর গীতি কাব্যের পরিসরটা একটু খাটো হলে আরো ভাল হয়না কবি??
-
রক্তিম ০৭/০১/২০১৫বেশ তো হলো । কেমন যেন অমাবস্যার আকাশ । গভীর অন্ধকারে তারাদের মিছিল ।
-
অ ০৬/০১/২০১৫সুন্দর কথায় সাজানো চমৎকার কবিতা ।
ভালোলাগা রইল । -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৬/০১/২০১৫সত্যি অনেক সুন্দরভ অনেক ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।
-
মোঃ আবদুল করিম ০৬/০১/২০১৫অসাধারন
-
উদ্বাস্তু নিশাচর ০৬/০১/২০১৫যদি কোন শিল্পী হতাম
মানুষ না হয়ে পাখি হতাম -
অস্পষ্ট ছবি ০৬/০১/২০১৫nice...