www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জেগে থেকো

নামহারা রাত্রির নিশান্ত শিশির হয়ে
জেগে থেকো তুমি ভোরের আঙ্গিনায়
সযতনে তুলে নিও - কুয়াশার ফুল
মাধুরী পরশ দিও – সিক্ত হৃদয়ে ...
জ্বালামুখঃ যত আছে প্রদাহ প্রপাত
অনন্ত কামনার তৃষিত বিলাস
অমল বিন্যাসে ঝরুক হৃদয়ের তাপ
শিশির স্নাত অনুরাগে স্নিগ্ধ শেফালী হয়ে!

শত মরু প্রান্তর পেরিয়ে নদী অবশেষে
মোহনার কাছে যদি হারায় দিশে
দিন শেষে বেলা যায় রাত আসে ধীরে
গোধূলীর রঙ মেখে ফিরে যাওয়া নীড়ে
অতলান্তে ভাসছে দেখ পানা শৈবাল
স্বপ্ন আছে তারো - সাধ হয় তীরে যাবার
আকাঙ্ক্ষারা বরাবর বাসনাই থাকে
স্বপ্নেরা কখনো বা ফুল হয়ে ফুটে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক সুন্দর কবিতাটি। আপনার লেখা বরাবরই ভালো। বাট এটি কেনো যেনো একটু বেশী ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন।
  • কবিতাটি পরিচিত লাগছে। কতটা সুখময়তার স্পর্শ খুঁজে পায় হৃদয় প্রথম স্তবকের বিভিন্ন উপমা পড়লে সেটি বোঝা যায়। প্রতিটি শব্দই যেন অগাথ অনুপ্রেরণার আধার। অমল বিন্যাসে হৃদয়ের তাপ ঝরে যাক স্নিগ্ধ শেফালী হয়ে শিশিরস্নাত অনুরাগে।

    ২য় স্তবকটি অনন্য। কিছু কামনা অধরাই থেকে যায় এমন বর্ণনা পেলাম, ভালোলাগা অকৃত্রিম।
    • অনিরুদ্ধ বুলবুল ০৫/০১/২০১৫
      আপনার মন্তব্যের মুন্সিয়ানার ছোঁয়া না পেলে আমার কবিতা পূর্ণত্ব পায় না বন্ধু। কেমন আছেন? ব্যস্ততার দিন পার হয়েছে তবু ক'দিন দেখছি না মনে হয়!

      ভাল থাকুন। শুভেচ্ছা নিন।
      • কবি এখন কিছুটা ফ্রী। নিয়মিত হচ্ছি ধীরে ধীরে
  • সাইদুর রহমান ০৪/০১/২০১৫
    বাহ চমৎকার কবিতা।
    শুভেচ্ছা জানবেন।
  • ০৪/০১/২০১৫
    সুন্দর হয়েছে ।
    ভালো থাকবেন ।
    ভালো লাগা রইল ।
 
Quantcast