www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভেঙছি কেটোনা আয়নায়

ভে‌ঙছি কেটোনা আয়নায় সেও ভেংচাবে
ছায়াকে পা;
দেখো, সেও দেখাবে তোমায়!
নদীকে শাসন করো না কোন ভালবাসার বাঁধে
সে বাঁধন ধুয়ে যাবে!
বন্ধ করো না আকাশ - নয়ন পল্লবে
সে আকাশ নিভে যাবে!

স্বপ্ন মুছে দিও না –
আঁধারে জীবন ছেয়ে যাবে!
ক্লিষ্ট বেদনার অমোঘ বিধানে
জড়িয়ো না তাকে
সে বাঁধন টুটে যাবে!
সময় বেঁধো না তোমার সীমিত ফ্রেমে
কালের স্রোতে সে গড়িয়ে যাবে!

ফুল ফুটাও –
রূপে সৌরভে দেখো; সে তোমায় ভরিয়েই দেবে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম খান ২৪/১২/২০১৪
    সত্যিই চমতকার কবিতা।
  • শিমুল শুভ্র ২৪/১২/২০১৪
    বাহ বাহ!!
    বেশ চমতকার কবিতা ।
  • ২৩/১২/২০১৪
    ফুল ফুটাও-
    রূপে সৌরভে হয়তোবা সে তোমায় ভরিয়েই দেবে
    সুন্দর ।
    দুঃখের বিষয় সেও ঝড়ে যাবে ।
    • অনিরুদ্ধ বুলবুল ২৩/১২/২০১৪
      ঠিকই বলেছেন - রূপ সৌরভ বিলিয়ে ফুল নিজেও একদিন ঝরে যায়। এটাই প্রকৃতির বিধান।

      মন্তব্যের জন্য ধন্যবাদ।
      শুভেচ্ছা নিন।
  • প্রনবেশ ২৩/১২/২০১৪
    মুখরিত করলো। কবিকে জানাই শুভেচ্ছা
  • প্রনবেশ ২৩/১২/২০১৪
    বা!!!
  • স্বপ্নীল মিহান ২৩/১২/২০১৪
    ছন্দে ছন্দে বাস্তবতা। বাহ :)
  • তুহিনা সীমা ২৩/১২/২০১৪
    বাহ ভালো বলেছেন তো। অনেক সুন্দর হয়েছে।
  • নাবিক ২৩/১২/২০১৪
    আরও একটি সুন্দর কবিতা পড়লাম। শুভেচ্ছা...
    • অনিরুদ্ধ বুলবুল ২৩/১২/২০১৪
      কবিতা পাঠে মন্তব্য দানের জন্য অসংখ্য ধন্যবাদ শাহরীয়ার সুজন।

      ভাল থাকুন। পাশে থাকুন।
      শুভেচ্ছা অফুরন্ত -
 
Quantcast