নিক্কণে কম্পন স্পন্দনে বন্ধন
প্রাণের যে স্পন্দনে
তোমায় আমি নিবিড় করে চাই
সে হাওয়ায় ভেসে যাবো।
যে প্রেমের বন্ধনে
তোমায় প্রিয়ে কাছে পেতে চাই
সে বাঁধনে ফেঁসে যাবো।
আঁখি তারার কম্পনে
যে ভাষা তুমি বোঝাবে আমায়
সে ভাষায় সুর দেবো।
নূপুরের নিক্কণে তুমি
যে ছন্দ তুলবে চলায়
আমি সে পথেই পাড়ি দেবো।
তোমায় আমি নিবিড় করে চাই
সে হাওয়ায় ভেসে যাবো।
যে প্রেমের বন্ধনে
তোমায় প্রিয়ে কাছে পেতে চাই
সে বাঁধনে ফেঁসে যাবো।
আঁখি তারার কম্পনে
যে ভাষা তুমি বোঝাবে আমায়
সে ভাষায় সুর দেবো।
নূপুরের নিক্কণে তুমি
যে ছন্দ তুলবে চলায়
আমি সে পথেই পাড়ি দেবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফুল্লাহ আল-জাহিদ ২২/১২/২০১৪আহারে আবেগি কবি ।
-
নাবিক ২১/১২/২০১৪কবিতা পাঠে মুগ্ধ হলাম। এতো সুন্দর কবিতা কিভাবে লেখেন “বুলবুল” ভাই?
-
কৌশিক আজাদ প্রণয় ২১/১২/২০১৪ছন্দ, ভাষা, স্পন্দন ও বন্ধনে প্রেমের প্রগারতা অনিন্দ্য কবি।
-
শিমুদা ২১/১২/২০১৪দারুণ লাগল কবি।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২০/১২/২০১৪প্রেমে গদগদ।
খুব ভালো লাগলো।