www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিসত্তা

কবিতা - ভাবের উত্কর্ষতার ফসল
ভাব - আবেগের বাস্পায়িত ধোঁয়া
আবেগ - হৃদয় নিংড়ানো নির্যাস;
কিছু রূপক, কিছু বাস্তব, কিছু কল্পনা
বাদবাকী সব সুগঠিত শব্দের ইন্দ্রজাল
সব মিলে হয়ে উঠি আমি এক কবি
ছন্দে গন্ধে অমীয় পরশে
হৃদয়ে জাগাই আনন্দ বেদনার ছবি...

দূরপনেয় স্মৃতির শিশিরে
লিখে রাখি তোমার নাম
নীলিমার নীল মেখেছি অঙ্গে তোমার
সময়ের পলে পলে
ক্ষণে ক্ষণে হৃদয় বাথানে হানা
জাগাও মনেতে সুখ বেদনার ছায়া
নদীজলে জ্যোৎস্নার প্রতিবিম্ব তোমার
সন্তর্পণে মেঘলোকে হাসে...

স্নিগ্ধ সমীরে ভাসে ঘোলাটে সভ্যতার প্রতিশ্রুতি
আঁধার গহ্বরের শূন্যতায়
চাঁদের আলো পড়েনা বড়
অতল সাগর ছুঁয়েছিলো যেথা
চেতনার প্রগাঢ় নদী
সে ছোঁয়ায় কবি বেদনা অনুভব করে
সুখের রেণু কি আজো বেদনা হয়ে ঝরে
তোমার অঙ্গে মনে আর রক্তপ্রবাহে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম খান ২৬/১২/২০১৪
    অনবদ্য সৃষ্টি!
  • কবি সত্ত্বায় কবির সুন্দর প্রকাশ!!
  • এটি একটি সুন্দর কবিতা
  • একনিষ্ঠ অনুগত ২০/১২/২০১৪
    'সুগঠিত শব্দের ঈন্দ্রজাল' দারুণ ভাবনা... :)
  • পিয়ালী দত্ত ১৯/১২/২০১৪
    অনবদ্য
  • রেনেসাঁ সাহা ১৮/১২/২০১৪
    এটিও আগের পড়া বলে মনে হল, প্রথম ৩ লাইন বহুবার পড়ার জন্যই হয়তো মনে গেঁথে ছিল। এ কবিতাতেই যতদূর সম্ভব জাদুকরী শব্দের ইন্দ্রজাল আর কবিতা নিয়ে আমার মতভেদ ছিল, এখনও আছে। (নাও হতে পারে, হয়ত অন্য কোন কবিতায় ছিল)। :-)

    বাকিটুকু সহমত। দুর্দান্ত কবিতা।
    • অনিরুদ্ধ বুলবুল ১৮/১২/২০১৪
      ব্যক্তি থেকে ব্যক্তির অভিব্যক্তি ও অনুভূতির পার্থক্য তো থাকবেই কবি। কালে আবার তা পরিবর্তনও হয়। আপাততঃ কবিতা আমার অনুভবে এমন ভাবেই ধরা পড়েছে, কালে বদলাতেও পারে।

      কখনো একটা সহজ ভাব ও ভাষাকে ঠিক ধরতে পারি না আবার কখনো আমার কাছে মনে হয় সহজ অথচ কাউকে দেখি সেটাকে কঠিন বলতে। আজই বাংলা-কবিতায় এমনটি ঘটেছে। 'বৃক্ষ' কবিতাটি নিয়ে বেশ কিছু বন্ধুর মন্তব্যে মনে হয়েছে কবিতাটি খুবই কঠিন অথচ আমার কাছে মনে হচ্ছে এর চে' সহজ ভাব ও ভাষা আর হতেই পারে না।

      ঠিকই ধরেছ, লেখাটা এর আগে অপর পাতায় পোস্ট হয়েছিল।
      আজকাল তোমার উপস্থিতি কমে গেছে! ভাল আছ তো? ভাল থে'ক। লেখাপড়া ঠিক রেখে তবেই সাহিত্যচর্চা, সময় সুযোগ মত করবে বৈকি।

      শুভেচ্ছান্ত - শুভরাত্রি।
  • শিমুল শুভ্র ১৮/১২/২০১৪
    কবিতা এমনি হওয়া চাই । সত্যিই অসাধারণ
    • অনিরুদ্ধ বুলবুল ১৮/১২/২০১৪
      ধন্যবাদ বন্ধু - কবিতা আমার কাছে এমনই মনে হয়।
      আচ্ছা, বাংলা-কবিতায় আমার গতকালের পোস্ট 'বৃক্ষ' দেখেছেন কি? বন্ধুরা কেউ বলছেন ওটা না কি খুব কঠিন, কেউ বলছেন কোন মিল বিন্যাস নেই, ভাব নাকি বোঝা যায় না। আমি তো গলদ-ঘর্ম; নিজের ত্রুটি নিজে বুঝতে পারি নি কিনা তাই। একটু দেখে বলবেন তো - দোষটা কোথায়?

      শুভেচ্ছা রইল।
      শুভরাত্রি।
      • শিমুল শুভ্র ১৮/১২/২০১৪
        আচ্ছা দেখছি ।
        • অনিরুদ্ধ বুলবুল ১৮/১২/২০১৪
          ধন্যবাদ বন্ধু।
          সদ্য প্রয়াত কবি দেবাশিষ সেনের উদ্দেশ্যে লিখা কবিতাটি পড়ে মন্তব্য করেছি। আপনার মহতী উদ্যোগ ভাল লাগল। ভাল থাকুন।
          • শিমুল শুভ্র ১৮/১২/২০১৪
            আপনাকে ফেইসবুকে পাওয়া গেলো না তো । [email protected]. আমাকে এই ইমেলে ফেইসবুকে পাবেন । ধন্যবাদ।
  • সায়েম খান ১৮/১২/২০১৪
    চমতকার লেখনী।
  • চমৎকার লাগলো কবি ।
 
Quantcast