কবিসত্তা
কবিতা - ভাবের উত্কর্ষতার ফসল
ভাব - আবেগের বাস্পায়িত ধোঁয়া
আবেগ - হৃদয় নিংড়ানো নির্যাস;
কিছু রূপক, কিছু বাস্তব, কিছু কল্পনা
বাদবাকী সব সুগঠিত শব্দের ইন্দ্রজাল
সব মিলে হয়ে উঠি আমি এক কবি
ছন্দে গন্ধে অমীয় পরশে
হৃদয়ে জাগাই আনন্দ বেদনার ছবি...
দূরপনেয় স্মৃতির শিশিরে
লিখে রাখি তোমার নাম
নীলিমার নীল মেখেছি অঙ্গে তোমার
সময়ের পলে পলে
ক্ষণে ক্ষণে হৃদয় বাথানে হানা
জাগাও মনেতে সুখ বেদনার ছায়া
নদীজলে জ্যোৎস্নার প্রতিবিম্ব তোমার
সন্তর্পণে মেঘলোকে হাসে...
স্নিগ্ধ সমীরে ভাসে ঘোলাটে সভ্যতার প্রতিশ্রুতি
আঁধার গহ্বরের শূন্যতায়
চাঁদের আলো পড়েনা বড়
অতল সাগর ছুঁয়েছিলো যেথা
চেতনার প্রগাঢ় নদী
সে ছোঁয়ায় কবি বেদনা অনুভব করে
সুখের রেণু কি আজো বেদনা হয়ে ঝরে
তোমার অঙ্গে মনে আর রক্তপ্রবাহে?
ভাব - আবেগের বাস্পায়িত ধোঁয়া
আবেগ - হৃদয় নিংড়ানো নির্যাস;
কিছু রূপক, কিছু বাস্তব, কিছু কল্পনা
বাদবাকী সব সুগঠিত শব্দের ইন্দ্রজাল
সব মিলে হয়ে উঠি আমি এক কবি
ছন্দে গন্ধে অমীয় পরশে
হৃদয়ে জাগাই আনন্দ বেদনার ছবি...
দূরপনেয় স্মৃতির শিশিরে
লিখে রাখি তোমার নাম
নীলিমার নীল মেখেছি অঙ্গে তোমার
সময়ের পলে পলে
ক্ষণে ক্ষণে হৃদয় বাথানে হানা
জাগাও মনেতে সুখ বেদনার ছায়া
নদীজলে জ্যোৎস্নার প্রতিবিম্ব তোমার
সন্তর্পণে মেঘলোকে হাসে...
স্নিগ্ধ সমীরে ভাসে ঘোলাটে সভ্যতার প্রতিশ্রুতি
আঁধার গহ্বরের শূন্যতায়
চাঁদের আলো পড়েনা বড়
অতল সাগর ছুঁয়েছিলো যেথা
চেতনার প্রগাঢ় নদী
সে ছোঁয়ায় কবি বেদনা অনুভব করে
সুখের রেণু কি আজো বেদনা হয়ে ঝরে
তোমার অঙ্গে মনে আর রক্তপ্রবাহে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ২৬/১২/২০১৪অনবদ্য সৃষ্টি!
-
এমএসবি নাজনীন লাকী ২৩/১২/২০১৪কবি সত্ত্বায় কবির সুন্দর প্রকাশ!!
-
রিয়েল আবদুল্লাহ ২০/১২/২০১৪এটি একটি সুন্দর কবিতা
-
একনিষ্ঠ অনুগত ২০/১২/২০১৪'সুগঠিত শব্দের ঈন্দ্রজাল' দারুণ ভাবনা...
-
পিয়ালী দত্ত ১৯/১২/২০১৪অনবদ্য
-
রেনেসাঁ সাহা ১৮/১২/২০১৪এটিও আগের পড়া বলে মনে হল, প্রথম ৩ লাইন বহুবার পড়ার জন্যই হয়তো মনে গেঁথে ছিল। এ কবিতাতেই যতদূর সম্ভব জাদুকরী শব্দের ইন্দ্রজাল আর কবিতা নিয়ে আমার মতভেদ ছিল, এখনও আছে। (নাও হতে পারে, হয়ত অন্য কোন কবিতায় ছিল)।
বাকিটুকু সহমত। দুর্দান্ত কবিতা। -
শিমুল শুভ্র ১৮/১২/২০১৪কবিতা এমনি হওয়া চাই । সত্যিই অসাধারণ
-
সায়েম খান ১৮/১২/২০১৪চমতকার লেখনী।
-
মনিরুজ্জামান শুভ্র ১৭/১২/২০১৪চমৎকার লাগলো কবি ।