সাধের স্বাধীনতা আমার
সাধের স্বাধীনতা আমার
তোমার জন্য প্রতীক্ষার প্রহর কভু
ফুরাবে না জানি, এখনো যে মাঠে দেখি শুধু হানাহানি?
নিঝুম রাতের প্রহর জুড়ে
আধোঘুম জাগরেণে শুনি – এ কি কানাকানি!
এক বুক তৃষ্ণা নিয়ে
চেয়ে আছি চাতক পাখীরই মত
ইতিউতি খুঁজে ফিরি নীলিমার নীলে -
স্বাধীনতা কবে মোর হবে অধিগত?
প্রতীক্ষার এ প্রহর ক্রমে হয় আরো দীর্ঘতর,
পেরোতে পারি না বাঁধা, বাঁকে জাগে কালোস্রোত
বারবার ঢেউ উঠে, হাল ভাঙে – হায় রে;
তরী বুঝি ডুবুচরে ঠেকে ঠেকে যায় রে!
সাধ জাগা ভাল লাগে যদি ঠাঁই পায়,
শকুনে খেয়েছে আগেও,
এখনো যে খায়; সে আমারই ভাই?
কারো দেখি ঘটে না; ভাগ্যেতে কিছু
সুযোগ পেলেই দেখি - শ্বাপদেরা করে মাথা উঁচু
আর; আমাদের মাথা সদা হয়ে থাকে নিচু।
তোমার জন্য প্রতীক্ষার প্রহর কভু
ফুরাবে না জানি, এখনো যে মাঠে দেখি শুধু হানাহানি?
নিঝুম রাতের প্রহর জুড়ে
আধোঘুম জাগরেণে শুনি – এ কি কানাকানি!
এক বুক তৃষ্ণা নিয়ে
চেয়ে আছি চাতক পাখীরই মত
ইতিউতি খুঁজে ফিরি নীলিমার নীলে -
স্বাধীনতা কবে মোর হবে অধিগত?
প্রতীক্ষার এ প্রহর ক্রমে হয় আরো দীর্ঘতর,
পেরোতে পারি না বাঁধা, বাঁকে জাগে কালোস্রোত
বারবার ঢেউ উঠে, হাল ভাঙে – হায় রে;
তরী বুঝি ডুবুচরে ঠেকে ঠেকে যায় রে!
সাধ জাগা ভাল লাগে যদি ঠাঁই পায়,
শকুনে খেয়েছে আগেও,
এখনো যে খায়; সে আমারই ভাই?
কারো দেখি ঘটে না; ভাগ্যেতে কিছু
সুযোগ পেলেই দেখি - শ্বাপদেরা করে মাথা উঁচু
আর; আমাদের মাথা সদা হয়ে থাকে নিচু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ১৭/১২/২০১৪স্বাধীনতা পেয়েছি,কিন্তু এর সুফল এখনো পাইনি।
-
শিমুল শুভ্র ১৬/১২/২০১৪আপনার কবিতা পাঠ করার মাঝে যে একটা আলাদা স্বাদ পাওয়া যায় তা থেকে আজো বঞ্চিত হলাম না । ভালো থাকুন ।
-
স্বপন শর্মা ১৫/১২/২০১৪বিজয়ের শুভেচ্ছা নিবেন কবি|
-
আবিদ আল আহসান ১৪/১২/২০১৪এতো সুন্দর লিখলেন কেমনে
-
অ ১৪/১২/২০১৪ঠিক তাই ।
হয়তোবা স্বাধীনতার কাঙ্ক্ষিত ফসল এখনও আমরা ঘরে তুলতে পারি নাই ।
খুব ভালো লাগল কবিতা । -
সাইদুর রহমান ১৪/১২/২০১৪দারুণ হয়েছে।
অনেক ধন্যবাদ আপনার instructionএ
ছবি paste করতে পারলাম। শুভেচ্ছা নিবেন।