www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাধের স্বাধীনতা আমার

সাধের স্বাধীনতা আমার

তোমার জন্য প্রতীক্ষার প্রহর কভু
ফুরাবে না জানি, এখনো যে মাঠে দেখি শুধু হানাহানি?
নিঝুম রাতের প্রহর জুড়ে
আধোঘুম জাগরেণে শুনি – এ কি কানাকানি!

এক বুক তৃষ্ণা নিয়ে
চেয়ে আছি চাতক পাখীরই মত
ইতিউতি খুঁজে ফিরি নীলিমার নীলে -
স্বাধীনতা কবে মোর হবে অধিগত?

প্রতীক্ষার এ প্রহর ক্রমে হয় আরো দীর্ঘতর,
পেরোতে পারি না বাঁধা, বাঁকে জাগে কালোস্রোত
বারবার ঢেউ উঠে, হাল ভাঙে – হায় রে;
তরী বুঝি ডুবুচরে ঠেকে ঠেকে যায় রে!

সাধ জাগা ভাল লাগে যদি ঠাঁই পায়,
শকুনে খেয়েছে আগেও,
এখনো যে খায়; সে আমারই ভাই?
কারো দেখি ঘটে না; ভাগ্যেতে কিছু
সুযোগ পেলেই দেখি - শ্বাপদেরা করে মাথা উঁচু
আর; আমাদের মাথা সদা হয়ে থাকে নিচু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম খান ১৭/১২/২০১৪
    স্বাধীনতা পেয়েছি,কিন্তু এর সুফল এখনো পাইনি।
  • শিমুল শুভ্র ১৬/১২/২০১৪
    আপনার কবিতা পাঠ করার মাঝে যে একটা আলাদা স্বাদ পাওয়া যায় তা থেকে আজো বঞ্চিত হলাম না । ভালো থাকুন ।
    • অনিরুদ্ধ বুলবুল ১৬/১২/২০১৪
      ইংরেজী প্রবাদটা জানেন তো কবি?
      - Every individual is unique, has got specialty of his kind.
      কাজেই স্বতন্ত্র কবির স্বতন্ত্র স্বত্ত্বা থাকবেই যেমন; আপনার স্বত্ত্বা আমার নেই! আপনার স্বত্ত্বায় আপনিই অনন্য!

      লগিন নিয়ে এই সাইটের বায়নাক্কায় দুইদিন ভূগলাম, এ্যডমিনকে লিখেছিলাম; সে কারণেই কি না জানি না - আজ ঢুকতে পারলাম।

      ভাল থাকবেন। ধন্যবাদ।
      বিজয়ের শুভেচ্ছা জানবেন।
  • স্বপন শর্মা ১৫/১২/২০১৪
    বিজয়ের শুভেচ্ছা নিবেন কবি|
    • অনিরুদ্ধ বুলবুল ১৫/১২/২০১৪
      আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।
      ভাল থাকুন।
      ধন্যবাদ।
    • অনিরুদ্ধ বুলবুল ১৫/১২/২০১৪
      আপনাকেও বিজয়ের শুভেচ্ছা রইল।
      আমার লগিন সমস্যা হয়েছে তাই পোস্ট দিতে পারছি না। এখন গেস্ট ভিজিটর হিসাবে মন্তব্য লিখছি।
      ভাল থাকুন। ধন্যবাদ।
  • আবিদ আল আহসান ১৪/১২/২০১৪
    এতো সুন্দর লিখলেন কেমনে
    • অনিরুদ্ধ বুলবুল ১৪/১২/২০১৪
      ভাল লেগেছে?
      আপনার অভিব্যক্তির প্রকাশে আমি প্রীতি বোধ করছি।
      ভাল থাকুন।
      শুভেচ্ছা -
      • আবিদ আল আহসান ১৪/১২/২০১৪
        আপনার লিখা আমার খুব ভালো লাগে।তাই আপনাকে প্রিয়তে রেখে দিলাম
  • ১৪/১২/২০১৪
    ঠিক তাই ।
    হয়তোবা স্বাধীনতার কাঙ্ক্ষিত ফসল এখনও আমরা ঘরে তুলতে পারি নাই ।
    খুব ভালো লাগল কবিতা ।
  • সাইদুর রহমান ১৪/১২/২০১৪
    দারুণ হয়েছে।
    অনেক ধন্যবাদ আপনার instructionএ
    ছবি paste করতে পারলাম। শুভেচ্ছা নিবেন।
    • অনিরুদ্ধ বুলবুল ১৪/১২/২০১৪
      আমি তো ভাবলাম পারেন নি। পেরেছেন তাহলে?
      তবে আমি পারছি না কেন? কাল অনেক চেষ্টা করলাম। আপনি কিভাবে পারলেন জানাবেন তো।

      শুভেচ্ছা -
    • অনিরুদ্ধ বুলবুল ১৪/১২/২০১৪
      আপনার সেই প্রশ্নের পর তো ইনস্ট্রাকশন দিলাম! তারপর থেকে আমিও চেষ্টা করছি পারছি না। কয়েকজন তো এখানে ছবি দেনই অপর সাইটেও ছবি দিচ্ছেন (যেখানে কোন অপশন দৃশ্যমান নয়)।

      আসলে এই সাইটটি যদিও একই মডারেটর পরিচালিত তবু সাইটটির অনেক অপশনই জটিল। এখানে পাঠকও নেই। সকাল সাড়ে এগারটায় পোস্ট দিয়েছি এখন রাত সাড়ে সাতটা (অর্থাৎ আট ঘন্টা); আপনিসহ পাঠক পেলাম মাত্র চারজন!! তারপরও কি ধৈর্য্য মানা যায়?

      মন্তব্যের জন্য ধন্যবাদ কবি।
      শুভেচ্ছা নিন।
 
Quantcast