www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতি বেদনার

অনেক সরল কথা যেমন স্পষ্ট করা যায়না
তেমনি অনেক ভাললাগাও ভালবাসা হয়না!
নিরাশার দ্বন্দ্ব বাঁধি আশার শেকলেতে
যুগপৎ হেঁটে চলা আলো আঁধারীতে!

চোখ দু’টি জেগে থাকে কার প্রতীক্ষায়
অনুরাগের পাঁপড়ি মেলে খুঁজে কি সে দূর মলয়ায়?
হৃদয়ের উপত্যকায় ছায়া পড়ে কার নিতি
ভালবাসা প্রীতিমূলে জাগে তার স্বপ্নালু স্মৃতি!

নদীর কাছে গিয়েছিলাম - চাইতে খানিক জল
নদী বলে; পাতকূয়াতে জল করে টলমল!
কোথায় কি জল মিলে জানতে আসি নি
নদীজলের তূলনা তাই করতে পারি নি!

মেঘের কাছে কেঁদে বলি; দাও না খানিক বৃষ্টি
মেঘ বলে দ্যাখ – আছেই খানিক চাতকের পুষ্টি!
কোকিল গো, খয়েরী বসন্তের হলো যে অবসান
কুহু-স্বরে তাই ডেকোনা তো আর সারা দিনমান!

সুখের বাসরে বুঝি রাত কাটে প্রহর সম
দুঃখের আসরে দেখ দিবসও হয়; বর্ষতম!
হলেম নাহয় মুক-বধির দু'চোখ বোজে অন্ধ
তারপরেও হয় যেন গো প্রলয় মাতম বন্ধ!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রনবেশ ২৩/১২/২০১৪
    ভালো লাগলো। অনেক শুভেচ্ছা রইলো।
  • রেনেসাঁ সাহা ১৫/১২/২০১৪
    "প্রলয় মাতম বন্ধ" মানে কি?

    বাকি কবিতা খুব সুন্দর।
    • অনিরুদ্ধ বুলবুল ১৬/১২/২০১৪
      প্রলয় মানে তো বুঝ? > ঝড়/ঝঞ্ঝা
      মাতম> বিলাপ, করুণ সুরে কান্না

      ২দিন সাইটে ঢুকতে পারি নি। আজ ঢুকলাম।
      তোমার লেখা কম দেখছি ইদানিং! ভাল আছ তো?

      বিজয়ের শুভেচ্ছা রইল।
  • শিমুল শুভ্র ১৪/১২/২০১৪
    কবিতাটি বৈশিষ্ট গুলো হচ্ছে
    কবিতার উপমা গুলো ভারী চমতকার
    শব্দ বিন্যাসে দারুণ দক্ষতা
    ভাব বিন্যাসে অসাধারণ বুদ্ধিমতার পরিচয় পেলাম । স্যালুট কবি আপনাকে ।
  • ১৩/১২/২০১৪
    অনেক ভাল লাগল ।
  • ইসমাত ইয়াসমিন ১৩/১২/২০১৪
    খুব সুন্দর কথামালা কবি।।ভাল লাগল।
  • সাইদুর রহমান ১৩/১২/২০১৪
    বাহ চমৎকার কথামালা।
    খু-ব ভালো লাগলো।
    শুভেচ্ছা জানবেন।
  • অনেক সুন্দর হয়েছে লেখাটি। বিশেষ করে শেষ লাইনগুলো আমার বেশী ভালো লেগেছে।
    • অনিরুদ্ধ বুলবুল ১৩/১২/২০১৪
      আপনার পছন্দ আমার জন্য আশির্বাদ। ভাল থাকুন কবি। শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।
      • আপনার জন্য রইলো শ্রদ্ধা আর ভালোবাসা।
  • একনিষ্ঠ অনুগত ১৩/১২/২০১৪
    'সকল ভালোবাসাই ভালোলাগা, সকল ভালোলাগা ভালোবাসা নয়। ভালোবাসা ভালোলাগার সর্বোচ্চ স্তর'

    লেখা অনেক ভালো লাগলো কবি।। শুভ কামনা রইল।
  • আবিদ আল আহসান ১২/১২/২০১৪
    শেষের লাইনগুলো খুব সুন্দর
 
Quantcast