www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশা মরীচিকা

সত্য নয় মরীচিকা - জানি;
কখনো আলোক বর্তিকা হয়ে জ্বলে,
ভ্রান্ত যদি আশার বচনও কিছু;
অঙ্কুর জাগে হৃদয় মৃত্তিকাভূমে!

স্বপ্নছায়ায় লব্ধ ছবি; হোক না রূপক –
আশা জাগায়, পূলক আনে ভাবে
ভ্রান্ত আশার ভিত্তি হয়েও
প্রনোদনার চিত্র আঁকে, বীজ বোনে সে মনে!

বোধ চেতনায় প্রখর যে জন –
ব্যস্ত সদা জ্ঞান যোজনার নেশায়
যুক্তি বিনে পা’ ফেলেনা
পায়না সে সুখ মিথ্যা ভাষনেও!

দূর্ভাগা সে; স্বপ্ন ভুলে – হয়না ছবি আঁকা
নেই তো আশা, মিথ্যে ভাষা
হারায় মায়া ও উধাও প্রেষনা
মরু ধূ-ধূ জীবন যে তার রয় চারিদিক ফাঁকা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তুহিনা সীমা ০৯/১২/২০১৪
    কবিতাটি ভালো লাগলো।
    • অনিরুদ্ধ বুলবুল ০৯/১২/২০১৪
      শুভেচ্ছা :)
    • অনিরুদ্ধ বুলবুল ০৯/১২/২০১৪
      আপনার মন্তব্য আমায় প্রাণীত করেছে। ভাল থাকুন নিরন্তর। ধন্যবাদ ও শুভেচ্ছা -
      • তুহিনা সীমা ০৯/১২/২০১৪
        সত্যি অনেক ভালো লাগলো। আপনি ভালো থাকবেন।
  • আবিদ আল আহসান ০৮/১২/২০১৪
    অসাম কবিতা
    • অনিরুদ্ধ বুলবুল ০৯/১২/২০১৪
      মন্তব্য যা ই হোক না কেন, আমার লেখায় আপনার উপস্থিতি আমায় অনুপ্রাণীত করেছে।
      ভাল থাকুন, শুভেচ্ছা নিন -
  • ০৮/১২/২০১৪
    অনেক মুগ্ধতা কবিতার জন্য ।
    • অনিরুদ্ধ বুলবুল ০৯/১২/২০১৪
      আপনার মুগ্ধতা আমার জন্যে আশির্বাদ - মাথা পেতে নিলাম। ভাল থাকুন নিরন্তর। প্রাতঃশুভেচ্ছা রইল।
  • রেনেসাঁ সাহা ০৮/১২/২০১৪
    বেশ লাগল, আরো ভাল-র আশায় থাকব। :-)
    • অনিরুদ্ধ বুলবুল ০৮/১২/২০১৪
      হুমম্, খুশী হবার মতই মন্তব্য বটে। খুশীও হলাম কিন্তু ভাই আমি যে বড় 'সিজনাল' সবসময় কলম চলতে চায় না। কখনো আচমকাই কিছু আসে কখনো সাধাসধি করেও দেবীর মান ভাঙাতে পারি না। তোমরা যেমন নিয়মিত লিখ, আমার তেমনটি হয়ে উঠে না।

      ধন্যবাদ ও শুভ কামনা রইল।
  • মোঃ আবদুল করিম ০৮/১২/২০১৪
    খুবই ভালো লাগলো
  • একথা ঠিক কবি, যুক্তিবাদী মানুষ ভ্রান্তিতে বিভ্রান্ত কম হয়। আর যারা নিছক বিশ্বাসে সাজনে আগায় তার গন্তব্যের দূরত্ব আপাত ভাবে কম মনে হলেও অধরাই থেকে যায়। তাইতো আপনার ভাষায় যুক্তিবাদী ও যুক্তিবাদী নয় যারা তারা সবাই দুর্ভাগা। মিথ্যে প্রেষণায় একজন স্বপ্নই দেখে না আরেকজন স্বপ্ন দেখেও দুঃস্বপ্নের অতলে হারিয়ে যায়।

    কিছু কিছু ভুল ভিত্তির উপর বিশ্বাস ও হয়তো আমাদের সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। আত্মশক্তি বাড়ায়। তবে তার সমাধান করতে গিয়ে আমরাও ভ্রান্তিকেই আপন করে নেই। কবিতাটি কঠিন। ভালো লাগা রইলো।
    • অনিরুদ্ধ বুলবুল ০৮/১২/২০১৪
      ধন্যবাদ বন্ধুু। আপনার বিশ্লেষণী মন্তব্যে রাবরই আমার লেখা পূর্ণ হয়ে উঠে। আপনার এমন গঠনশীল আলোচনা আমার কাছে লোভনীয়।

      ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।
  • মুহাম্মদ মাসউদ ০৮/১২/২০১৪
    সুন্দর অন্তমীল ও ভাবনা।
  • অনিরুদ্ধ বুলবুল ০৮/১২/২০১৪
    মানবজীবনে ব্যাপক সমস্যার সমাধানেও যে মানুষ কিভাবে ঠুনকো ভিত্তির উপর আস্থা রেখে অবলীলায় সমস্যাগুলোর মোকাবেলা করে তা অনুভব করেই কথাগুলো মনে এলো তাই লিখে ফেললাম।

    সমাজে এখনো মানুষ যুক্তিহীন মিথ্যা ভরসার উপর আস্থা রেখে দিব্বি জীবন পাড়ি দিচ্ছে এবং অবলীলায় সমস্যাগুলোর মোকাবেলাও করছে। যুক্তিহীন ভরসাও কিছু মানুষকে বেশ শক্তি যোগায়। অথচ যুক্তিবাদীর সেই ভরসা নেই তাই, সমস্যা মোকাবেলায় তার চিত্ত-শান্তির সম্ভাবনাও কম।
 
Quantcast