আশা মরীচিকা
সত্য নয় মরীচিকা - জানি;
কখনো আলোক বর্তিকা হয়ে জ্বলে,
ভ্রান্ত যদি আশার বচনও কিছু;
অঙ্কুর জাগে হৃদয় মৃত্তিকাভূমে!
স্বপ্নছায়ায় লব্ধ ছবি; হোক না রূপক –
আশা জাগায়, পূলক আনে ভাবে
ভ্রান্ত আশার ভিত্তি হয়েও
প্রনোদনার চিত্র আঁকে, বীজ বোনে সে মনে!
বোধ চেতনায় প্রখর যে জন –
ব্যস্ত সদা জ্ঞান যোজনার নেশায়
যুক্তি বিনে পা’ ফেলেনা
পায়না সে সুখ মিথ্যা ভাষনেও!
দূর্ভাগা সে; স্বপ্ন ভুলে – হয়না ছবি আঁকা
নেই তো আশা, মিথ্যে ভাষা
হারায় মায়া ও উধাও প্রেষনা
মরু ধূ-ধূ জীবন যে তার রয় চারিদিক ফাঁকা!
কখনো আলোক বর্তিকা হয়ে জ্বলে,
ভ্রান্ত যদি আশার বচনও কিছু;
অঙ্কুর জাগে হৃদয় মৃত্তিকাভূমে!
স্বপ্নছায়ায় লব্ধ ছবি; হোক না রূপক –
আশা জাগায়, পূলক আনে ভাবে
ভ্রান্ত আশার ভিত্তি হয়েও
প্রনোদনার চিত্র আঁকে, বীজ বোনে সে মনে!
বোধ চেতনায় প্রখর যে জন –
ব্যস্ত সদা জ্ঞান যোজনার নেশায়
যুক্তি বিনে পা’ ফেলেনা
পায়না সে সুখ মিথ্যা ভাষনেও!
দূর্ভাগা সে; স্বপ্ন ভুলে – হয়না ছবি আঁকা
নেই তো আশা, মিথ্যে ভাষা
হারায় মায়া ও উধাও প্রেষনা
মরু ধূ-ধূ জীবন যে তার রয় চারিদিক ফাঁকা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তুহিনা সীমা ০৯/১২/২০১৪কবিতাটি ভালো লাগলো।
-
আবিদ আল আহসান ০৮/১২/২০১৪অসাম কবিতা
-
অ ০৮/১২/২০১৪অনেক মুগ্ধতা কবিতার জন্য ।
-
রেনেসাঁ সাহা ০৮/১২/২০১৪বেশ লাগল, আরো ভাল-র আশায় থাকব।
-
মোঃ আবদুল করিম ০৮/১২/২০১৪খুবই ভালো লাগলো
-
কৌশিক আজাদ প্রণয় ০৮/১২/২০১৪একথা ঠিক কবি, যুক্তিবাদী মানুষ ভ্রান্তিতে বিভ্রান্ত কম হয়। আর যারা নিছক বিশ্বাসে সাজনে আগায় তার গন্তব্যের দূরত্ব আপাত ভাবে কম মনে হলেও অধরাই থেকে যায়। তাইতো আপনার ভাষায় যুক্তিবাদী ও যুক্তিবাদী নয় যারা তারা সবাই দুর্ভাগা। মিথ্যে প্রেষণায় একজন স্বপ্নই দেখে না আরেকজন স্বপ্ন দেখেও দুঃস্বপ্নের অতলে হারিয়ে যায়।
কিছু কিছু ভুল ভিত্তির উপর বিশ্বাস ও হয়তো আমাদের সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। আত্মশক্তি বাড়ায়। তবে তার সমাধান করতে গিয়ে আমরাও ভ্রান্তিকেই আপন করে নেই। কবিতাটি কঠিন। ভালো লাগা রইলো। -
মুহাম্মদ মাসউদ ০৮/১২/২০১৪সুন্দর অন্তমীল ও ভাবনা।
-
অনিরুদ্ধ বুলবুল ০৮/১২/২০১৪মানবজীবনে ব্যাপক সমস্যার সমাধানেও যে মানুষ কিভাবে ঠুনকো ভিত্তির উপর আস্থা রেখে অবলীলায় সমস্যাগুলোর মোকাবেলা করে তা অনুভব করেই কথাগুলো মনে এলো তাই লিখে ফেললাম।
সমাজে এখনো মানুষ যুক্তিহীন মিথ্যা ভরসার উপর আস্থা রেখে দিব্বি জীবন পাড়ি দিচ্ছে এবং অবলীলায় সমস্যাগুলোর মোকাবেলাও করছে। যুক্তিহীন ভরসাও কিছু মানুষকে বেশ শক্তি যোগায়। অথচ যুক্তিবাদীর সেই ভরসা নেই তাই, সমস্যা মোকাবেলায় তার চিত্ত-শান্তির সম্ভাবনাও কম।