www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেচি স্বপ্ন সাগর

রাতের আকাশ জুড়ে বেদুইন তারা জ্বলে
হিয়াপাশে আমি তার একা জেগে রই;
হৃদয়ের কথা যত - বলি তারই সাথে।
তারাগুলো ডুবে যায় তবু চাঁদ জেগে রয়
প্রেয়সী বাতাস আছে আমাদের হাতে।

কুয়াশা চাদর মোড়া সময় যাতনা হরা
দূরের সাগরে ভাসে চাঁদিমার মায়া -
প্রণয় সোহাগে স্নাত সলাজ বঁধুয়া।
চাঁদবঁধু জেগে রয় রাতভর কথা কয়
তামস তাড়িয়ে নাড়ে ভোরের কড়া।

গৌরাঙ্গ রূপের ছটা অপাঙ্গে ধরে
ডিমের কুসুম ফেটা সোনা-রোদ মুখে
গোলাপী আভায় মিশে ফেরে চাঁদ নীড়ে।
ধারালো ছুরির ফলা চকচকে মাজা থালা
চেতনা মাড়িয়ে নামে দিবাকর সেনা।

সপ্রতিভ চাঁদ হায় নিমেষে হারিয়ে যায়
সাগর বঁধুয়া কাঁদে বিঁধুয়ার শোকে
আমি তবে আরবার পাড়ি দেই নির্ঝর
দিল-বাহারী স্বপ্নকণায় ধানের শীষে
পরম আশায় আজো; সেচি স্বপ্ন সাগর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিমুল শুভ্র ০৫/১২/২০১৪
    বেশ চমতকার কবিতা ।
    মন ভরিয়ে দিলেন ।
  • আবিদ আল আহসান ০৫/১২/২০১৪
    ইসসস আমি যদি এতো সুন্দর কবিতা লিখতে পারতাম!!!
    • অনিরুদ্ধ বুলবুল ০৬/১২/২০১৪
      হুমম্, এমনই হয়।
      আপনাদের কবিতা পড়ে আমারো মনে হয়; ইস্, আমি যদি এমন লিখতে পারতাম.....

      ধন্যবাদ বন্ধু। প্রাতঃশুভেচ্ছা নিন।
  • ইসমাত ইয়াসমিন ০৫/১২/২০১৪
    ভাল লাগল কবি।
  • বিজয় ০৪/১২/২০১৪
    ha
  • রেনেসাঁ সাহা ০৪/১২/২০১৪
    ভালই লাগল, অত ভালো লাগল না।
    • অনিরুদ্ধ বুলবুল ০৪/১২/২০১৪
      সব সময় সব লেখাই তো ভাল হয়ে উঠে না বন্ধু। কিছু তো মন্দও হয়। এটাও না হয় তেমনি .... :)

      শুভেচ্ছা ও ধন্যবাদ।
  • মোঃ আবদুল করিম ০৪/১২/২০১৪
    খুব খুবই ভালো লাগলো ।
  • ০৪/১২/২০১৪
    বেশ ভালো লাগল ।
  • ভালো লাগলো
  • এম এ সবুর ০৩/১২/২০১৪
    ভালো লাগলো কবি চালিয়ে যান
 
Quantcast