হৃদয়ের ফুল
এত কাছে এসো না গো নিবিড় হয়ে
বসো না তো করতলে পিদিম জ্বেলে
আশার আলো ধরে বলো না কো
কথা কিছু সান্ত্বনা সুরে!
যা গেছে - তা দাও যেতে বাতাসের ভিড়ে
মুছিয়ো না আঁখিলোড় নয়নের কোণে!
নাঙ্গা-প্রদীপ জেনো আয়ু নেই বেশি
ঝরে যাবে প্রাণ তার হুতাশন লেগে!
সেই ভালো হতে দাও; নিয়তি যা চায়
শ্রান্তি মুছে কান্তি ফুটোক মাতম করে!
অশ্রুতে ধুয়ে বুক হয়ে যাক হালকা
নিমেষেই হয়ে যাবে শোক-তাপ হরা!
‘হাসি আর কান্না; হৃদয়ের ফুল
চাষবাস করি যা' পাই নির্ভূল’।
যা গেছে তা যা'ক চলে ডাকবে না পিছু-
খুঁজে নিক পথ তার, যেতে দাও ওরে।
লাল নীল রূপোলীতে ভুলিয়ো না দুঃখে
আশার আঁচড় কেটে জাগিয়ো না তারে
সুখ যদি পায় কিছু খুঁজে নিক তবে
রাতের আঁধার চেরা শিসকাটা বাতাসে!
বসো না তো করতলে পিদিম জ্বেলে
আশার আলো ধরে বলো না কো
কথা কিছু সান্ত্বনা সুরে!
যা গেছে - তা দাও যেতে বাতাসের ভিড়ে
মুছিয়ো না আঁখিলোড় নয়নের কোণে!
নাঙ্গা-প্রদীপ জেনো আয়ু নেই বেশি
ঝরে যাবে প্রাণ তার হুতাশন লেগে!
সেই ভালো হতে দাও; নিয়তি যা চায়
শ্রান্তি মুছে কান্তি ফুটোক মাতম করে!
অশ্রুতে ধুয়ে বুক হয়ে যাক হালকা
নিমেষেই হয়ে যাবে শোক-তাপ হরা!
‘হাসি আর কান্না; হৃদয়ের ফুল
চাষবাস করি যা' পাই নির্ভূল’।
যা গেছে তা যা'ক চলে ডাকবে না পিছু-
খুঁজে নিক পথ তার, যেতে দাও ওরে।
লাল নীল রূপোলীতে ভুলিয়ো না দুঃখে
আশার আঁচড় কেটে জাগিয়ো না তারে
সুখ যদি পায় কিছু খুঁজে নিক তবে
রাতের আঁধার চেরা শিসকাটা বাতাসে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রনবেশ ২৩/১২/২০১৪অনেক ভাল।
-
বিজয় ০৭/১২/২০১৪বেশ লাগলো কবি ।
-
বিজয় ০৪/১২/২০১৪p
-
আবু আফজাল মোহাঃ সালেহ ২৫/১১/২০১৪খুব ভাল লেখা।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৩/১১/২০১৪সুন্দর!
-
রেনেসাঁ সাহা ২৩/১১/২০১৪সুখের পিদিম জ্বালানোর অনুরোধ নেই এ কবিতায়; বরং আছে দুঃখের সৌন্দর্য্য। জীবন যেরকম, তাকে সেভাবেই নেবার সৌন্দর্য্য। জনৈক কবির সুরে বলতে হয়,- "Our greatest songs are those, that tell of saddest thoughts."মিথ্যে স্বান্তনা চান নি কবি। বরং যেন বলতে চেয়েছেন-
"আমার জন্য আলো জ্বেলো না আর,
আমি ভালোবেসে ছুঁয়েছি অন্ধকার।
আমি এই ফুটপাত ধরে হাঁটতে থাকি,
জীবনকে জীবন ভেবে ভালোবাসতে থাকি।"
এলোমেলো বাতাসের এক ঝটকা হাওয়ায় যা গেছে, তা যাক। -
"উড়ন্ত ঘুড়ি আরও দূরে যায়?
যাক্ !
আমার সবকিছু নিয়ে যায়?
যাক্ ।
দুঃখেই আমাকে মানাচ্ছে ভাল?
মানাক।
আমি তো শেষ বাসে ফিরছি না।"
চোখের জল মোছাতে বারণ করেছেন, মিথ্যে আশার বাহককে দূরে সরিয়ে বরং নিয়তিকেই কাছে ডাকছেন। অশ্রু ঝড়ুক অঝোরে। তাতে মন হালকা হোক জীবনযুদ্ধের সৈনিকের।
হাসি আর কান্না দুইই হৃদয়ের ফুল। উত্থান ও পতন সহজ ও স্বাভাবিক। লাল নীল -রূপোলী সুখের রং পেনসিল দিয়ে দুঃখে আশার আঁচড় না কেটে, বরং দুঃখকে জীবনের একটি অংশ হিসেবে নেবার আহ্বান রয়েছে এ কবিতায়।
এ'রকমটিই মনে হল। -
একনিষ্ঠ অনুগত ২৩/১১/২০১৪অনেক সুন্দর।।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা। উৎসাহ এবং উদ্দীপনামূলক লেখা । এক কথায় সম্ভব সুন্দর হয়েছে...................
-
মনিরুজ্জামান শুভ্র ২২/১১/২০১৪বেশ লাগলো কবি ।
-
চন্দ্রশেখর ২২/১১/২০১৪শীষকাটা বাতা...। দারুণ ব্যবহার
-
মোহাম্মদ তারেক ২১/১১/২০১৪তা-ই দাও হতে নিয়তি যা চায়, নিয়তি কি কভু বদলানো যায়!!
ভাল লাগল পড়ে। পাঠকের অভাবে উৎসাহ হারিয়ে ফেলছি সবাই। -
অনিরুদ্ধ বুলবুল ২১/১১/২০১৪হায় হায়,
দু'ঘন্টা পর এসে কোন অভাগা পড়ে গেল আমার কবিতাখানি?