www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয়ের ফুল

এত কাছে এসো না গো নিবিড় হয়ে
বসো না তো করতলে পিদিম জ্বেলে
আশার আলো ধরে বলো না কো
কথা কিছু সান্ত্বনা সুরে!

যা গেছে - তা দাও যেতে বাতাসের ভিড়ে
মুছিয়ো না আঁখিলোড় নয়নের কোণে!
নাঙ্গা-প্রদীপ জেনো আয়ু নেই বেশি
ঝরে যাবে প্রাণ তার হুতাশন লেগে!

সেই ভালো হতে দাও; নিয়তি যা চায়
শ্রান্তি মুছে কান্তি ফুটোক মাতম করে!
অশ্রুতে ধুয়ে বুক হয়ে যাক হালকা
নিমেষেই হয়ে যাবে শোক-তাপ হরা!

‘হাসি আর কান্না; হৃদয়ের ফুল
চাষবাস করি যা' পাই নির্ভূল’।
যা গেছে তা যা'ক চলে ডাকবে না পিছু-
খুঁজে নিক পথ তার, যেতে দাও ওরে।

লাল নীল রূপোলীতে ভুলিয়ো না দুঃখে
আশার আঁচড় কেটে জাগিয়ো না তারে
সুখ যদি পায় কিছু খুঁজে নিক তবে
রাতের আঁধার চেরা শিসকাটা বাতাসে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রনবেশ ২৩/১২/২০১৪
    অনেক ভাল।
  • বিজয় ০৭/১২/২০১৪
    বেশ লাগলো কবি ।
  • বিজয় ০৪/১২/২০১৪
    p
  • খুব ভাল লেখা।
  • সুন্দর!
  • রেনেসাঁ সাহা ২৩/১১/২০১৪
    সুখের পিদিম জ্বালানোর অনুরোধ নেই এ কবিতায়; বরং আছে দুঃখের সৌন্দর্য্য। জীবন যেরকম, তাকে সেভাবেই নেবার সৌন্দর্য্য। জনৈক কবির সুরে বলতে হয়,- "Our greatest songs are those, that tell of saddest thoughts."মিথ্যে স্বান্তনা চান নি কবি। বরং যেন বলতে চেয়েছেন-

    "আমার জন্য আলো জ্বেলো না আর,
    আমি ভালোবেসে ছুঁয়েছি অন্ধকার।
    আমি এই ফুটপাত ধরে হাঁটতে থাকি,
    জীবনকে জীবন ভেবে ভালোবাসতে থাকি।"

    এলোমেলো বাতাসের এক ঝটকা হাওয়ায় যা গেছে, তা যাক। -

    "উড়ন্ত ঘুড়ি আরও দূরে যায়?
    যাক্ !
    আমার সবকিছু নিয়ে যায়?
    যাক্ ।
    দুঃখেই আমাকে মানাচ্ছে ভাল?
    মানাক।
    আমি তো শেষ বাসে ফিরছি না।"

    চোখের জল মোছাতে বারণ করেছেন, মিথ্যে আশার বাহককে দূরে সরিয়ে বরং নিয়তিকেই কাছে ডাকছেন। অশ্রু ঝড়ুক অঝোরে। তাতে মন হালকা হোক জীবনযুদ্ধের সৈনিকের।

    হাসি আর কান্না দুইই হৃদয়ের ফুল। উত্থান ও পতন সহজ ও স্বাভাবিক। লাল নীল -রূপোলী সুখের রং পেনসিল দিয়ে দুঃখে আশার আঁচড় না কেটে, বরং দুঃখকে জীবনের একটি অংশ হিসেবে নেবার আহ্বান রয়েছে এ কবিতায়।

    এ'রকমটিই মনে হল। :-)
    • অনিরুদ্ধ বুলবুল ১৯/০৪/২০১৫
      কবি, আমি আন্তরীক ভাবেই দু:খিত। অনেকদিন এই পাতায় আসা হয় না। মাঝে দু'একবার এলেও তোমার এত সুন্দর মন্তব্যটা দৃষ্টি এড়িয়ে গেছে। সুন্দর মন্তব্যের জন্য অসীম ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
    • Spell bound for critics & poem both
    • অনিরুদ্ধ বুলবুল ২৩/১১/২০১৪
      সত্যি বলছি কবি - আমার কবিতার চেয়ে বিশ্লেষণ বেশী দামি হয়েছে। এমন সুন্দর বিশ্লেষণ কবিতাকে অনেক উচ্চতায় নিয়ে যায়।

      সুন্দর বিশ্লেষণী মন্তব্যের জন্য কবিকে আন্তরীক ধন্যবাদ। শুভেচ্ছা কবি -
  • একনিষ্ঠ অনুগত ২৩/১১/২০১৪
    অনেক সুন্দর।।
  • সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা। উৎসাহ এবং উদ্দীপনামূলক লেখা । এক কথায় সম্ভব সুন্দর হয়েছে...................
  • বেশ লাগলো কবি ।
  • চন্দ্রশেখর ২২/১১/২০১৪
    শীষকাটা বাতা...। দারুণ ব্যবহার
    • অনিরুদ্ধ বুলবুল ২২/১১/২০১৪
      জৈষ্ট্য মাসে নদীর পাড়ে ঘুড়ি উড়িয়েছেন কখনো?
      তাহলে শীষকাটা বাতাসের বাস্তব প্রমাণ পাবেন।

      ধন্যবাদ ও শুভেচ্ছা কবি-
  • মোহাম্মদ তারেক ২১/১১/২০১৪
    তা-ই দাও হতে নিয়তি যা চায়, নিয়তি কি কভু বদলানো যায়!!
    ভাল লাগল পড়ে। পাঠকের অভাবে উৎসাহ হারিয়ে ফেলছি সবাই।
    • অনিরুদ্ধ বুলবুল ২১/১১/২০১৪
      আপনি দেখছি ৭ নম্বর দূর্ভাগা!!
      তাহলে একজন কবি কবিতাখানা পড়লো?

      এই সাইটে পোস্ট দিয়ে ৫ ঘন্টা পরে চেক করে দেখি মাত্র ৩ জন পাঠক! এবার বুঝুন - উৎসাহ কত থাকতে পারে?

      ধন্যবাদ কবি।
      শুভরাত্রি -
  • অনিরুদ্ধ বুলবুল ২১/১১/২০১৪
    হায় হায়,
    দু'ঘন্টা পর এসে কোন অভাগা পড়ে গেল আমার কবিতাখানি? :-O
    • রেনেসাঁ সাহা ২৩/১১/২০১৪
      প্রথম পাঠের সৌভাগ্য আমারই হয়েছিল কবি। :-)
 
Quantcast