www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বরফ নদী

মায়ামৃগ বরফ হলে আমি নদী হ’ব
তার চোখের জল নিয়ে সাগরে মিলাব
আষাঢ়ের মেঘ ডাকে গুড়ু-গুড়ু-গুড়ুম
এক হাঁটু জল ধরি চোখের পাতায়
এ কেমন হা-পিত্তেস গো মেঘলা বাতাস?

চোখ দু’টি জেগে থাকে কার প্রতীক্ষায়
বৃষ্টির পাপড়ি ঝুলে ঘন মেঘের ছায়ায়
বেদনার বেদিতে প্রোথিত যে ভিত্তি
অবুঝ ভালবাসার হিয়ামূলে গাঁথা নিরালায়
স্মৃতির অলখে কোন বাস্প ছড়ায়?

চৌফলা জোনাকীর আলোয় ভরসা অনেক,
তাই তো দীপ্তির অর্ধেক ঢেলেছি হৃদয়ে তোমার
লাভ-ক্ষতির হিসাব করি নি অঙ্ক কষে।
দু’টি নুড়ি একটি চোখ; অপলক দৃষ্টি -
শূন্য মন্দির, অলিন্দ ঘিরে এ কোন বজ্র নিনাদ!

রাতের তামাশা দেখি সময়ের জাগরণে –
আলো-আঁধারীর সখীরা ধুয়ো তোলে,
খর্জুর বাগান থেকে ছিনিয়ে আনে মৌতাত
অচিন্তকুমারী নাচে গায় কিশোরী ঘাগড়া তুলে
নিথর বাতাসের গায় এ কোন শয্যা দোলে!

পূর্ণ চাঁদের প্রহর এলে হৃদয়ের কোণে ফুটে
অমল ধবল হাসনোহানার শেফালিকা হাসি
অতিথি পাখিরা নাচে গায়, করে কেলি
তখন আমি বরফ নদী হয়ে সাগরে মিলাই -
শূন্য হৃদয় হাতে করে সমুদ্র সকাশে যাত্রী!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমি কবির যে দিকটাতে মুগ্ধ হই তা হলো শব্দ চয়ন।

    শব্দ উৎকর্ষতায় কবির কাব্য আরও অলংকৃত হয়ে ওঠুক। শুভ কামনা।
    • অনিরুদ্ধ বুলবুল ২১/১১/২০১৪
      শুভেচ্ছা কবি -
      কবিরা তো আসলে শব্দের জাদুকর। এ জাদুকরীতেই না কবিরা কবিতায় চমক আনে! আপনিও তার বতিক্রম নন। সবাই যার যার শব্দভান্ডার থেকে বাছাই করা শব্দ নিয়েই কাবতা রচনা করেন।

      মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ কবি -
  • সাইদুর রহমান ১৯/১১/২০১৪
    চমৎকার লাগলো।
    শুভেচ্ছা নিবেন বুলবুল ভাই।
  • রেনেসাঁ সাহা ১৯/১১/২০১৪
    আমার মতে কিন্তু বেশ ভালও বলা যায় না। আপনার কাছ থেকে পড়া কবিতাগুলির তুলনায় এ কবিতা পছন্দ হল না।

    এর আগের একটি লেখা "স্বাধীনতার অধীনতা চাই"-বুঝতে পারিনি। এটা কিন্তু তেমন নয়, বুঝেছি এই কবিতাটি। তবুও ভাল লাগেনি। কেমন যেন শ্লোক শ্লোক লাগছে। আর ভাবেরও তেমন বিন্যাস নেই বলে মনে হল। আপনারকাছ থেকে অনেক সুন্দর কবিতার আশা রাখি। আমার যা মতামত ছিল, দিলাম। অন্যায় নেবেন না, প্লিজ্ । :-(
    • অনিরুদ্ধ বুলবুল ১৯/১১/২০১৪
      কবিতার পাতায় স্বাধীন মতামত প্রকাশে অন্যায়ের কিছু নেই। একজন কাব্য বিশ্লেষকের মুক্ত মতামত কবির জন্য কল্যাণই বয়ে আনে। মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ কবি। তবে একটা কথা কি; কোন কবি সব সময়ই কি কেবল ভাল লিখেন? অনেক সময় সাধারণ লেখাও তো লিখেন? আবার সবসময় সব পাঠক এক রকম বোঝেন না।

      আজকের পোস্ট "এক সন্ধ্যায় দেখা" কবিতার পাতাটি অন্তত তিন ঘন্টা খুলে বসেছিলাম। বেশ কয়টা বিরতি দিয়ে মূল ভাবটা ঠিক পরিস্কার করতে বেশ সময় নিয়েছে। তারপরও কতটুকু বুঝেছি তার পরিমাপ কবি মন্তব্য দেখলে করতে পারবেন। আর "স্বাধীনতার অধীনতা চাই" তো বেশ সহজ সরল ভাষায় এবং সরাসরি বক্তব্যে পরিস্কার ভাষায় লেখা! সমাজ ও রাষ্ট্রযন্ত্রে কিভাবে স্বাধীনতার অপব্যবহার হয় ওটা তারই খন্ড চিত্র।

      একেতো আমি কবি হিসাবেই আনাড়ি তার উপর গদ্যরীতির এ ধারাটিতে তেমন পোক্ত নই। সবার কবিতা পড়ে যখন মনে হয় আমি অতি সেকেলে, কিছু চেষ্টা করে দেখি না কেন - তখনই কিছু লিখতে প্রবৃত্ত হই। অপরাপর কবিতাগুলোও এমনি করেই সৃষ্টি হয়েছে। হতে পারে কবিতাটির ভাব ঠিকমত পরিস্ফূটিত হয় নি, শব্দচয়ন বা বাক্যবিন্যাস তেমন জোড়ালো হয়নি কিন্তু কবিতার গভীর থেকে আমি একটা কঠিন বিষয়কে আঁকতে চেয়েছি। বিষয়টা খানিক ব্যক্তিগত বিধায় ইচ্ছাকৃত হেয়ালীও রেখে দিয়েছি। মনে হয়; কবিতাটি বিশেষ এঙ্গেল থেকে কয়েকবার পড়লে ভাবটা পরিস্কার হতেও পারে।

      শুভসন্ধ্যা কবি -
      • রেনেসাঁ সাহা ১৯/১১/২০১৪
        আপনার কথাই হয়ত ঠিক। আমি শুধু আমার ভালো লাগেনি, তাই জানালাম।
  • একনিষ্ঠ অনুগত ১৯/১১/২০১৪
    সাবলীল কবিতা...... ভালো লাগলো অনেক।।
  • খুব ভাল লাগল।
  • মোহাম্মদ তারেক ১৮/১১/২০১৪
    'মায়ামৃগ বরফ হলে আমি নদী হব, তার চোখের জল নিয়ে সাগরে মিলাবো'.... অনেক সুন্দর অভিব্যক্তি। চোখের জল তো তপ্ত হয় কবি, বরফ গলা শুরু করবে নাতো!
    চৌফলা জোনাকির আলোয় ভরসা অনেক...সুতরাং...
    • অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪
      তর্কের খাতিরেই যুক্ত দিচ্ছি কবি - নদীর পানি কিন্তু বরফ নয়, সাধারণ পানি। আর নদীর পানির বৃহৎ অংশ বরফ থেকেই আসে! আর তা ই নদী বয়ে নিয়ে সাগরে মিলায়।

      কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      শুভেচ্ছা নিন -
  • সুলতান মাহমুদ ১৮/১১/২০১৪
    ভালো লাগল।
  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    এক কথায় খুবই ভালো হয়েছে ।
  • এই শীতে বরফ নদী আই কান্ট। অনেক নাইস শব্দ চয়ন এবং অর্থ গুলো অনেক সুন্দর। ভালো লাগলো।
    • অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪
      না ভাই, এই শীতে এত কষ্ট করে বরফ নদীতে নামতে হবে না। আগুন নদীটা কেন? :)
      • ?
 
Quantcast