সীমানার বৃন্দাবন
ইতি-উতি কিছু মেঘ;
হেথা-হোথা হয়ে আমার প্রদেশে এলো,
কিছু বৈশাখী মেঘ আবার;
অন্ধকারে ছায়া বাড়ানোর দায়ে বিতর্কিত হলো।
কিছু মেঘ লজ্জার আবীর মুখে গোধূলির হিঙ্গুলী।
যমুনার অশ্রু ছেনে কিছু মেঘ ঘুরেফিরে -
হাজার কোটা শরৎ আকাশ মাঠে
অভিমানে চিরে চিরে শতধা হলো।
কুন্তল বিনুনি খসা মেঘবারী কিছু
জ্যোৎস্নার ঘোলা রোদে করি অবগাহন
কালান্তরে ভেসে এলো আমার প্রাচীরে
বৃষ্টি ধারায় তারা - অবনি ভেজালো।
অপকথা অবচন - অবশেষে তুমিও কি
পাঠাবে আমায় বলো সীমানার বৃন্দাবন?
হেথা-হোথা হয়ে আমার প্রদেশে এলো,
কিছু বৈশাখী মেঘ আবার;
অন্ধকারে ছায়া বাড়ানোর দায়ে বিতর্কিত হলো।
কিছু মেঘ লজ্জার আবীর মুখে গোধূলির হিঙ্গুলী।
যমুনার অশ্রু ছেনে কিছু মেঘ ঘুরেফিরে -
হাজার কোটা শরৎ আকাশ মাঠে
অভিমানে চিরে চিরে শতধা হলো।
কুন্তল বিনুনি খসা মেঘবারী কিছু
জ্যোৎস্নার ঘোলা রোদে করি অবগাহন
কালান্তরে ভেসে এলো আমার প্রাচীরে
বৃষ্টি ধারায় তারা - অবনি ভেজালো।
অপকথা অবচন - অবশেষে তুমিও কি
পাঠাবে আমায় বলো সীমানার বৃন্দাবন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/১১/২০১৪আপনার ভাষা বা শব্দ বিন্যাস আসলেই অনেক সুন্দর..............
-
একনিষ্ঠ অনুগত ১৭/১১/২০১৪চমৎকার লেখা বুলবুল ভাই... ভালো লাগলো অনেক।।
-
মোহাম্মদ আয়নাল হক ১৬/১১/২০১৪জিজ্ঞাসার উত্তরটা আমিও চাই
নতুন ব্লগ লিখতে পারতছিনা ভাই -
স্বপন রোজারিও(১) ১৬/১১/২০১৪সুন্দর
-
রেনেসাঁ সাহা ১৬/১১/২০১৪শেষ দুটি লাইনের অর্থ বুঝলাম না কবি। :-(
-
মোহাম্মদ তারেক ১৬/১১/২০১৪জিজ্ঞাসার উত্তরটা আমিও চাই কবি। আপনি পেলে আমাকে জানাবেন। অনেক ভালা লাগা পরতে পরতে।