www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সীমানার বৃন্দাবন

ইতি-উতি কিছু মেঘ;
হেথা-হোথা হয়ে আমার প্রদেশে এলো,
কিছু বৈশাখী মেঘ আবার;
অন্ধকারে ছায়া বাড়ানোর দায়ে বিতর্কিত হলো।

কিছু মেঘ লজ্জার আবীর মুখে গোধূলির হিঙ্গুলী।
যমুনার অশ্রু ছেনে কিছু মেঘ ঘুরেফিরে -
হাজার কোটা শরৎ আকাশ মাঠে
অভিমানে চিরে চিরে শতধা হলো।

কুন্তল বিনুনি খসা মেঘবারী কিছু
জ্যোৎস্নার ঘোলা রোদে করি অবগাহন
কালান্তরে ভেসে এলো আমার প্রাচীরে
বৃষ্টি ধারায় তারা - অবনি ভেজালো।

অপকথা অবচন - অবশেষে তুমিও কি
পাঠাবে আমায় বলো সীমানার বৃন্দাবন?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আপনার ভাষা বা শব্দ বিন্যাস আসলেই অনেক সুন্দর..............
    • অনিরুদ্ধ বুলবুল ১৭/১১/২০১৪
      সম-সাময়িক অনেক ভাল কবি আছেন - যাদের ধারে কাছে যাবার যোগ্যতাও আমার নেই। নিজে তো কবি নই, আপনারদের দেখাদেখি লিখি! কি হয় মাথামুন্ডু আমিও জানি না আপনারা যখন একুট খোঁচা দেন তখন জেগে দেখি।
      প্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
  • একনিষ্ঠ অনুগত ১৭/১১/২০১৪
    চমৎকার লেখা বুলবুল ভাই... ভালো লাগলো অনেক।।
  • জিজ্ঞাসার উত্তরটা আমিও চাই
    নতুন ব্লগ লিখতে পারতছিনা ভাই
  • সুন্দর
  • রেনেসাঁ সাহা ১৬/১১/২০১৪
    শেষ দুটি লাইনের অর্থ বুঝলাম না কবি। :-(
    • অনিরুদ্ধ বুলবুল ১৬/১১/২০১৪
      আমার লেখার ধরণটাই এমন; যতই রূপকের আশ্রয় নেই, বিমূর্ততার চাদরে ঢাকি শেষ পর্যন্ত ভাবটাকে পাঠকের হাতে তুলে না দিতে পারলে নিজে স্বস্তি পাই না।

      সমগ্র কবিতার 'সিকূয়েন্স'টা এই দুই লাইনে রূপকে মুড়ে কেন্দ্রীভূত করতে চেয়েছি। লাইন দুইটি কেন্দ্র করেই পুরো কবিতার মূল্যয়ণ....

      ধন্যবাদ ও শুভেচ্ছা -
  • মোহাম্মদ তারেক ১৬/১১/২০১৪
    জিজ্ঞাসার উত্তরটা আমিও চাই কবি। আপনি পেলে আমাকে জানাবেন। অনেক ভালা লাগা পরতে পরতে।
 
Quantcast