এমন যদি
এমন যদি হতো
তাহার মনের আরশী চোখে
কাজল টেনে দিতো?
এমন যদি হতো
ভালবাসার অশ্রু তাহার
আমার চোখে ঝরতো?
এমন যদি হতো
জোছনা রাতে প্রিয়া আমার
কাশফুলেতে উড়তো?
এমন যদি হতো -
ঊষ্ণ ঠোঁটের ছোঁয়ায় প্রাতে
ঘুম পালিয়ে যেতো?
এমন যদি হতো -
তাহার হাতের কাপে’র সুধা
চুমুক হয়ে ঝরতো?
এমন কেন হয় না
আঁধার রাতে জোনাক আলো
ঘরে ফুটে থাকে না?
এমন কেন হয় না
মাধুরীমার মধুর কথায়
বুকের জ্বালা রয় না?
এমন কেন হয় না
তাহার ব্যথায় আমার বুকে
গুমরে উঠে কান্না?
এমন কেন হয় না
আমার মনের কথামালা
তাহার ঠোঁটের ঝরনা?
এমন কেন হয় না
তাহার কথার ফোঁড়ন জ্বালা
মনকে অবশ করে না?
এমন কি গো হবে
সুখ বিলাসের সাত কাহনে
ভাবনা মধুর হবে?
এমন কি গো হবে
ফড়িং পাখায় চড়ে প্রিয়া
স্বপ্ন পাড়ি দিবে?
এমন কি গো হবে
প্রিয়ার হাতের তাল পাতাতে
শরীর শীতল হবে?
তাহার মনের আরশী চোখে
কাজল টেনে দিতো?
এমন যদি হতো
ভালবাসার অশ্রু তাহার
আমার চোখে ঝরতো?
এমন যদি হতো
জোছনা রাতে প্রিয়া আমার
কাশফুলেতে উড়তো?
এমন যদি হতো -
ঊষ্ণ ঠোঁটের ছোঁয়ায় প্রাতে
ঘুম পালিয়ে যেতো?
এমন যদি হতো -
তাহার হাতের কাপে’র সুধা
চুমুক হয়ে ঝরতো?
এমন কেন হয় না
আঁধার রাতে জোনাক আলো
ঘরে ফুটে থাকে না?
এমন কেন হয় না
মাধুরীমার মধুর কথায়
বুকের জ্বালা রয় না?
এমন কেন হয় না
তাহার ব্যথায় আমার বুকে
গুমরে উঠে কান্না?
এমন কেন হয় না
আমার মনের কথামালা
তাহার ঠোঁটের ঝরনা?
এমন কেন হয় না
তাহার কথার ফোঁড়ন জ্বালা
মনকে অবশ করে না?
এমন কি গো হবে
সুখ বিলাসের সাত কাহনে
ভাবনা মধুর হবে?
এমন কি গো হবে
ফড়িং পাখায় চড়ে প্রিয়া
স্বপ্ন পাড়ি দিবে?
এমন কি গো হবে
প্রিয়ার হাতের তাল পাতাতে
শরীর শীতল হবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪এক কথায় খুবই ভালো হয়েছে
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৫/১১/২০১৪অনেক ভাল লাগল। খুব সুন্দর লেখনী।
-
মোহাম্মদ তারেক ১৫/১১/২০১৪খুবই রোমান্টিক কথাগুলো। তবে আমার কাছে আনাড়ী হাতের লেখার মতো মনে হলো, আরো গভীরতরো হওয়ার আশা ছিল। মনে কিছু নিবেননা কবি, বন্ধু ভাবি বলেই কিন্তু বলার সাহস করলাম।
-
একনিষ্ঠ অনুগত ১৫/১১/২০১৪হবে হবে... সবই হবে একটু সবুর করুণ। ঐতো তিনি আসলেন বলে...
-
রেনেসাঁ সাহা ১৫/১১/২০১৪কবি, কবিতাটি বেশ মিষ্টি। তবে আগের স্টাইল - টিই বেশী সুন্দর(বাংলা কবিতার পাতায় যেভাবে লেখা ছিল)।
ধন্যবাদ।