www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃক্ষ

বৃক্ষ তোমার নাম?
হ্যাঁ, সে তো ফলেই পরিচয়!
ফুল ফল যদি হয় কীটদংশ তবে, কার অবক্ষয়?
নিশ্চয়ই জানি সে তোমার নয় তবু দায় নিতেই যে হয়!

বৃক্ষ তুমি কার?
জানি; আবাস ক্ষুধা ছায়া ও তৃষ্ণাপীড়িত জনতার।
এসো তবে, গোপন নামচায় লিখে যাই এ গাঁথা তোমার –
দুঃখ তিমিরে হারায় যে বেদনা খোঁজ রাখা দায় কার?

অকাল বেলায় ত্রিকালের সাক্ষী তুমি, সময়ের অবতার
জন্মেই তোমায় মাড়িয়েছে দ্বিপদে ও চতুষ্পদের অনাচার।
ঝড় ও ঝঞ্ঝা এড়িয়ে দ্বিপত্রে জাগালে নিয়ে মাথা
ছাগশিশুর আদরে আবার মুন্ডিত হয়ে গেছেও যে তা।

বিধির চক্রান্তে একদা
পত্র পুষ্প পল্লবে দাঁড়ালে আকাশের গায় তুলে মাথা
শোভিত তোমার রূপ-নাম-যশ মুখেমুখে কত গুণ, কত গাঁথা
কত যশ দেখো; তুমি বনস্পতি, মহীরুহ বিথী তুমি দ্রাক্ষালতা।

অবশেষে একদিন –
বেজে উঠে অকালের বীণ
সব যশ রস গুণ হলে অবসান
কুঠারাঘাতে তব কেড়ে নেয় প্রাণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিজয় ০৮/১২/২০১৪
    :Thanks:
  • বিজয় ০৪/১২/২০১৪
    n
  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    ভালো লাগলো ,ভালো লিখেছেন
  • রক্তিম ১৭/১১/২০১৪
    কঠিন বাস্তব । তবু এইটাই হ্য় হয়ে থাকে । প্রকৃতি ধংস হ্য় গড়ে ওঠে শহর । চিত্রটি খুব পরিষ্কারভাবে বর্ণমালায় ফুটিয়ে তুলেছেন। ভাল... শুভ সন্ধ্যা ।
  • সাইদুর রহমান ১৪/১১/২০১৪
    দারুণ মনকাড়া কবিতা।
    পড়লাম বেশ কয়েকবার।
    শুভেচ্ছা নিবেন।
  • পরিতোষ ভৌমিক ১৪/১১/২০১৪
    দারুন লিখেছেন বন্ধু, শেষটাতো একেবারে ঝক্কাস !
  • শিমুল শুভ্র ১৪/১১/২০১৪
    অসম্ভব সুন্দর কবিতা কবিবন্ধু । কবিতার আসরে আপনার আর রেনেসাঁ এঁর কথপকথনে ছুটে এলাম আপনার কবিতাটি পাঠ করতে এসে দেখলাম ছুটে আসা সার্থক হলো অনেক ধন্যবাদ ।
  • রহিমুল্লাহ শরিফ ১৪/১১/২০১৪
    দারুণ,৷
  • মোহাম্মদ তারেক ১৪/১১/২০১৪
    অনেক ভাল লাগা প্রতি অক্ষরে। বৃক্ষের জীবনগাঁথা অনন্য দর্শণের পরিচায়ক। অভিনন্দন কবি।
  • রেনেসাঁ সাহা ১৪/১১/২০১৪
    বৃক্ষের কবিতা অসাধারণ।
    "সব যশ রস গুণ হলে অবসান
    কুঠারাঘাতে তব কেড়ে নেয় প্রাণ।"
    -বৃক্ষের জীবনের করূণ পরিণতি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে কবিতায়।
  • একনিষ্ঠ অনুগত ১৪/১১/২০১৪
    মাটি আর বৃক্ষ... কত সহ্য খমতাই না আল্লাহ এ দু'য়ে দিয়েছেন...

    অনেক ভালো লাগলো বৃক্ষ নিয়ে লেখা...
 
Quantcast