বেদনা ও ভালবাসা
বেদনা ও ভালবাসা
বেদনার রঙ নীল
আবার ভালবাসার রঙও নীল
বেদনা কি ভালবাসা
না ভালবাসাই বেদনা?
ভালবাসলে বেদনা মিলে,
বেদনায় কি তবে ভালবাসাও মিলে?
যে নীলে বিষ ধরে
তা কি মৃত্যুর না অমরত্বের?
মহাকাশ আর সাগরের গভীর বুকে
যে নীলের এত গভীরতা
তা কি বেদনার না ভালবাসার?
আকাশের কালো গর্ভ উজার করা যত নীল
তা কি শূণ্যতার না উদারতার?
উদারতা তবে শুণ্যতা না ভালবাসা?
শূণ্যতাঃ
প্রকারান্তরে নিঃস্বতাও বটে
তাই বুঝি ভাল বেসে বেসেই
নিঃস্ব হতে হয়?
বেদনার রঙ নীল
আবার ভালবাসার রঙও নীল
বেদনা কি ভালবাসা
না ভালবাসাই বেদনা?
ভালবাসলে বেদনা মিলে,
বেদনায় কি তবে ভালবাসাও মিলে?
যে নীলে বিষ ধরে
তা কি মৃত্যুর না অমরত্বের?
মহাকাশ আর সাগরের গভীর বুকে
যে নীলের এত গভীরতা
তা কি বেদনার না ভালবাসার?
আকাশের কালো গর্ভ উজার করা যত নীল
তা কি শূণ্যতার না উদারতার?
উদারতা তবে শুণ্যতা না ভালবাসা?
শূণ্যতাঃ
প্রকারান্তরে নিঃস্বতাও বটে
তাই বুঝি ভাল বেসে বেসেই
নিঃস্ব হতে হয়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রহিমুল্লাহ শরিফ ১৪/১১/২০১৪খুব সুন্দর ৷
-
রক্তিম ১৪/১১/২০১৪একদম ঠিক কথা । দারুন উপলব্ধি । খুব ভাল...
-
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ১৩/১১/২০১৪সুন্দর কবি। খুব ভালো লেখা হয়েছে। ভালোবাসা একটা লক্ষণ উদারতা...নতুন করে ভাবলাম।
-
একনিষ্ঠ অনুগত ১৩/১১/২০১৪আগেও পড়েছিলাম... আবার পড়লাম।।
-
মোঃ আবদুল করিম ১৩/১১/২০১৪বেশ ভালো লিখেছেন
-
ডঃ নাসিদুল ইসলাম ১৩/১১/২০১৪KHUB VALO POSNNO TOMAR BISAY TA KHUB VALO
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১১/২০১৪সকালটি তাহলে যুক্তি খন্ডন নিয়ে শুরু করেছেন। ভালো। একটা গান শুনেছিলাম প্রেমের নাম বেদনা। বাই দা ওয়ে পানিতে নামবেন আর ভিজবেন না তা কি আর হয়। তবে বিশ্লেষন ভালোই করেছেন। সকালের শুভেচ্ছা। ভালো থাকবেন।
-
কৌশিক আজাদ প্রণয় ১৩/১১/২০১৪ভালোবাসার রঙ নীল কিনা এটা নিয়ে দ্বিমত না পোষণ করলেও সহমত নই কবি। তবে আকাশের নীলে শূন্যতা ও উদারতা দুটিরই প্রকাশ পাওয়া যায়। কাব্যে ভালোবাসার অর্থ অন্বেষণে উদারতা আর নিঃস্বতার অসাধারণ সমন্বয় পেলাম কবিতায়। পুরো কবিতাতেই সুখ দুঃখের জিজ্ঞাসা থাকলেও কাব্যিক চেতনায় নিঃস্বতাই বেশী লক্ষিত হয়েছে, অশেষ ভাললাগা রইলো আপনার এই অনবদ্য সৃষ্টির জন্য।
-
ইসমাত ইয়াসমিন ১৩/১১/২০১৪" Onek sundor Likhechen, Valobasar KI asolei kono Rong ache"...Janina. Tobe Prokrito Valobasai Sukh ebong Bedona Dutoi ache. Shuvo Sokal.