আস্থা রেখো
[আস্থা রেখো]
আস্থা রেখো তুমি - আমার দেখা স্বপ্ন সংলাপে
আস্থা রেখো - পড়ন্ত বিকেলের পূর্ণ প্রতিচ্ছায়ায়
তির্যক মোহাবিষ্টে।
আস্থা রেখো মলয়মুগ্ধতার আশ্বাসে
যেমন আস্থা রেখেছিলেন তিনি
তাল-তমালের ছায়া আর শ্রাবস্তীর কারুকার্যে !
অপলক যামিনী ঢাকে শুভ্র চন্দ্রালোকে -
আমি ঠিক পড়ে নিয়েছি;
ঘাসের ডগায় ঝলমলে হীরের দ্যূতি
প্রজাপতি আলপনায় আঁকা তোমার আকুতি
স্থান ও স্থপতির কারুময় নকশা
তোমার মুখের জ্যামিতিক ভাষা!
নিশ্চয় দেখবে আমায় গিরিধারার হিমশিখরে
প্রশান্ত চোখ মেলে; দেখছি তোমার পৃথিবী
বাস্তবতার ফেনিল স্বেদপুঞ্জে ভেসে যাওয়া
আকাঙ্ক্ষার দূরাশা মন্ডল!
আমি মেঘ হয়ে নেমে এলে শ্বাদলভূমে তখন
বিছিয়ে দিও তোমার স্নেহের আঁচলখানি!
আস্থা রেখো তুমি - আমার দেখা স্বপ্ন সংলাপে
আস্থা রেখো - পড়ন্ত বিকেলের পূর্ণ প্রতিচ্ছায়ায়
তির্যক মোহাবিষ্টে।
আস্থা রেখো মলয়মুগ্ধতার আশ্বাসে
যেমন আস্থা রেখেছিলেন তিনি
তাল-তমালের ছায়া আর শ্রাবস্তীর কারুকার্যে !
অপলক যামিনী ঢাকে শুভ্র চন্দ্রালোকে -
আমি ঠিক পড়ে নিয়েছি;
ঘাসের ডগায় ঝলমলে হীরের দ্যূতি
প্রজাপতি আলপনায় আঁকা তোমার আকুতি
স্থান ও স্থপতির কারুময় নকশা
তোমার মুখের জ্যামিতিক ভাষা!
নিশ্চয় দেখবে আমায় গিরিধারার হিমশিখরে
প্রশান্ত চোখ মেলে; দেখছি তোমার পৃথিবী
বাস্তবতার ফেনিল স্বেদপুঞ্জে ভেসে যাওয়া
আকাঙ্ক্ষার দূরাশা মন্ডল!
আমি মেঘ হয়ে নেমে এলে শ্বাদলভূমে তখন
বিছিয়ে দিও তোমার স্নেহের আঁচলখানি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসমাত ইয়াসমিন ১২/১১/২০১৪
-
মোহাম্মদ আবদুল মান্নান ১২/১১/২০১৪ভালো লাগলো ...।।
-
মাসুম মুনাওয়ার ১২/১১/২০১৪সুন্দর কবিতা
-
পিয়ালী দত্ত ১১/১১/২০১৪খুব ভাল
-
রেনেসাঁ সাহা ১১/১১/২০১৪আঁচলখানি হলেই বরং বেশী মধুর হত এখানে কবি। বাকি কবিতা খুব ভালো লাগল কবি ।
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/১১/২০১৪rag koro na bandhu amar amio pari likhte
tomader moto pondider kachteke mahat kichu shikhte. -
ডঃ নাসিদুল ইসলাম ১১/১১/২০১৪asole kabita lekha amar kaj noy r kabita likha tomder theke shikhi..
ami banglate likh te pari, kintu somoy khub kom, tomara jara ingreji ta bujho na tara amar kabita ta poro na. sorry for this, actually i am to much angry to you. ami jani amar kobita chondo, vab, abon Target 100% ache tobe tomader tomo pagol der jonno noi . thnking you -
ডঃ নাসিদুল ইসলাম ১১/১১/২০১৪kabita tumi valo likheo nijeke valo mone kokre
vebo nako tumi akata likh cho moder tore -
তুহিনা সীমা ১১/১১/২০১৪উপমা গুলো ভালো লাগলো। আর সব মিলিয়ে কবিতাটি অনেক সুন্দর।
-
মোঃ আবদুল করিম ১১/১১/২০১৪খুবই ভাল হয়েছে,অসাধারন ।
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/১১/২০১৪valo laglo
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১১/১১/২০১৪যথেষ্ট আস্থা আমার আছে আপনার উপর। সাথে আছি আশা করি পাশে পাবো।
বিছিয়ে দিও তোমার স্নেহের আচলখানি"
বানান ভুল হল, অফিসে আমি। নিরুপায়। কবিতার লাইন গুলো খুব ভাল লাগল।