www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানস প্রিয়া

আকাশের বুকে ফোটা যত তারা-যুঁথী,
বাগানের সব ফুল পাখীদের ঠোঁটে গান,
ঝর্ণার কুলুকুলু কথা, জোনাকীর চোখ আর
জোত্স্নার আলো-রাশি;
যতনে চয়ন করেছিনু সব
তোমারই জন্যে শুধু!

তোমারই অপেক্ষায় প্রিয়ে - হৃদয়ে সয়েছি বিরহ জ্বালা
স্বপ্নের কাশফুলে ভেসে গেছে অজস্র রজনী
ক্ষেপণ হয়েছে কত যে প্রহর
বিনিদ্র ভাবনার পঞ্জিকাজুড়ে
করেছি রচনা শত –
না বলা ভাবের কাব্যকথন!

মড়া চাঁদের আলো হাতে
বসন্তের প্রভাতী সুরে
হিম-শিশিরে ভেজা পা’য়
হেঁটে হেঁটে এসেছিলে – নিঃশব্দে মনের অলিন্দ ঘেঁষে
স্নিগ্ধ সুরভীর আবেশ ছড়িয়ে
আসনখানা গেড়েছিলে হৃদয়ের কৌচ জুড়ে!

সখি, নিভৃতে যদি এসেছিলে পুরে - প্রকাশে আসনি তবে
হৃদয় দহিছে কৃপীট দহনে
স্বপ্ন-বাহন গুড়িয়ে সমূলে
বদল হয়েছে মালা দোহে হয়নি হৃদয়খানি
দেখি নাই তারে যে ছিলো বিজনে
প্রকাশিত দেখি – জায়া মাতা ঘরণী!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    ভালো ভালো ভালো লিখেছেন
  • এম আর মিজান ১২/১১/২০১৪
    বাহ
  • শাব্বীর আহমাদ ১১/১১/২০১৪
    অসাধারণ লাগল :)
  • Înšigniã Āvî ১০/১১/২০১৪
    বাহ.... খুব সুন্দর
  • অনেক ভাল লাগলো কবি । দারুণ লিখেছেন ।
  • শেষটাতে বিয়োগান্তক হল! তবে মালা বদলটা সঠিক ক্ষেত্রে না হলেও হৃদয়টা বরাবরের মতই ছিল। অকৃত্রিম ভালোবাসার অনির্বাণ প্রকাশ পেলাম এখানে। তবে কাংখিত প্রেয়সীকে অন্য কারো ঘরণী হিসেবে দেখাটা চূড়ান্ত বেদনার। প্রথম ৩ টি স্তবকে ভালোবাসার মানুষটির প্রতি ভালোবাসার যেই আকুতি ফুটে উঠেছে সেটা অনিন্দ্য। অসংক্য বিনিদ্র রজনী স্বপ্ন-সঙ্গমে থেকে প্রেয়সীর কথা ভাবা অসাধারণভাবেই বর্ণীত হয়েছে। সবগুলো উপমা ঈর্ষনীয়। আপনার এই প্রথম মনে হয় অমৃতাক্ষর ছন্দের কবিতা পেলাম কবি। অশেষ ভালো লাগা রইলো।
    • অনিরুদ্ধ বুলবুল ১০/১১/২০১৪
      আপনার বিশ্লেষণী মন্তব্যে আমায় উদ্দীপ্ত করে কবি।
      আসলে তো ব্যাকরণ জানি না; যা করি অন্ধকারেই।

      ভাল থাকুন নিয়ত -
      শুভ মধ্যাহ্ন
      • যতটুকু জানার আগ্রহ তাতে আপনার লেখার ভূমিকা অনেক কবি।
  • রেনেসাঁ সাহা ১০/১১/২০১৪
    মড়া চাঁদের জায়গায় নিভে আসা চাঁদ হলে, শ্রুতিমধুর হত এবং জটিলতা থাকত না; বাকি কবিতা খুব ই সুন্দর হয়েছে। বারবার পড়তে ইচ্ছে করে।
    • অনিরুদ্ধ বুলবুল ১০/১১/২০১৪
      মড়া না দিয়ে মিয়ানো দেয়া যেতো তাতে অর্থ হতো এক, আর মৃত উপগ্রহ হিসাবে অর্থ ভিন্ন। এখানে এমনই বোঝাতে চেয়েছি; যে আধার (মাধ্যম) আঁধার ঘুচাবে সে ই যদি হয় মৃত!

      সাথে থাকার জন্য ধন্যবাদ।

      শুভ সকাল।
  • মরা চাঁদের বিষয়টা ক্লিয়ার না। তবে কবিতাটি বরাবরের মতই ভালো লেগেছে।
    • অনিরুদ্ধ বুলবুল ১০/১১/২০১৪
      ইন্জিনিয়ার সাহেব - আপনি বিজ্ঞানী মানুষ, বিজ্ঞানের বিষয় আপনাকে আমি কি বুঝাবো? চাঁদকে তো মড়া (মৃত) বলেই জানি!

      মন্তব্যের জন্য ধন্যবাদ।

      শুভ সকাল
  • মোহাম্মদ তারেক ০৯/১১/২০১৪
    অসাধারণ লিখা...বিমোহিত হলাম। সুন্দর প্রকাশের জন্য অভিনন্দন কবি।
 
Quantcast