মানস প্রিয়া
আকাশের বুকে ফোটা যত তারা-যুঁথী,
বাগানের সব ফুল পাখীদের ঠোঁটে গান,
ঝর্ণার কুলুকুলু কথা, জোনাকীর চোখ আর
জোত্স্নার আলো-রাশি;
যতনে চয়ন করেছিনু সব
তোমারই জন্যে শুধু!
তোমারই অপেক্ষায় প্রিয়ে - হৃদয়ে সয়েছি বিরহ জ্বালা
স্বপ্নের কাশফুলে ভেসে গেছে অজস্র রজনী
ক্ষেপণ হয়েছে কত যে প্রহর
বিনিদ্র ভাবনার পঞ্জিকাজুড়ে
করেছি রচনা শত –
না বলা ভাবের কাব্যকথন!
মড়া চাঁদের আলো হাতে
বসন্তের প্রভাতী সুরে
হিম-শিশিরে ভেজা পা’য়
হেঁটে হেঁটে এসেছিলে – নিঃশব্দে মনের অলিন্দ ঘেঁষে
স্নিগ্ধ সুরভীর আবেশ ছড়িয়ে
আসনখানা গেড়েছিলে হৃদয়ের কৌচ জুড়ে!
সখি, নিভৃতে যদি এসেছিলে পুরে - প্রকাশে আসনি তবে
হৃদয় দহিছে কৃপীট দহনে
স্বপ্ন-বাহন গুড়িয়ে সমূলে
বদল হয়েছে মালা দোহে হয়নি হৃদয়খানি
দেখি নাই তারে যে ছিলো বিজনে
প্রকাশিত দেখি – জায়া মাতা ঘরণী!
বাগানের সব ফুল পাখীদের ঠোঁটে গান,
ঝর্ণার কুলুকুলু কথা, জোনাকীর চোখ আর
জোত্স্নার আলো-রাশি;
যতনে চয়ন করেছিনু সব
তোমারই জন্যে শুধু!
তোমারই অপেক্ষায় প্রিয়ে - হৃদয়ে সয়েছি বিরহ জ্বালা
স্বপ্নের কাশফুলে ভেসে গেছে অজস্র রজনী
ক্ষেপণ হয়েছে কত যে প্রহর
বিনিদ্র ভাবনার পঞ্জিকাজুড়ে
করেছি রচনা শত –
না বলা ভাবের কাব্যকথন!
মড়া চাঁদের আলো হাতে
বসন্তের প্রভাতী সুরে
হিম-শিশিরে ভেজা পা’য়
হেঁটে হেঁটে এসেছিলে – নিঃশব্দে মনের অলিন্দ ঘেঁষে
স্নিগ্ধ সুরভীর আবেশ ছড়িয়ে
আসনখানা গেড়েছিলে হৃদয়ের কৌচ জুড়ে!
সখি, নিভৃতে যদি এসেছিলে পুরে - প্রকাশে আসনি তবে
হৃদয় দহিছে কৃপীট দহনে
স্বপ্ন-বাহন গুড়িয়ে সমূলে
বদল হয়েছে মালা দোহে হয়নি হৃদয়খানি
দেখি নাই তারে যে ছিলো বিজনে
প্রকাশিত দেখি – জায়া মাতা ঘরণী!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪ভালো ভালো ভালো লিখেছেন
-
এম আর মিজান ১২/১১/২০১৪বাহ
-
শাব্বীর আহমাদ ১১/১১/২০১৪অসাধারণ লাগল
-
Înšigniã Āvî ১০/১১/২০১৪বাহ.... খুব সুন্দর
-
মনিরুজ্জামান শুভ্র ১০/১১/২০১৪অনেক ভাল লাগলো কবি । দারুণ লিখেছেন ।
-
কৌশিক আজাদ প্রণয় ১০/১১/২০১৪শেষটাতে বিয়োগান্তক হল! তবে মালা বদলটা সঠিক ক্ষেত্রে না হলেও হৃদয়টা বরাবরের মতই ছিল। অকৃত্রিম ভালোবাসার অনির্বাণ প্রকাশ পেলাম এখানে। তবে কাংখিত প্রেয়সীকে অন্য কারো ঘরণী হিসেবে দেখাটা চূড়ান্ত বেদনার। প্রথম ৩ টি স্তবকে ভালোবাসার মানুষটির প্রতি ভালোবাসার যেই আকুতি ফুটে উঠেছে সেটা অনিন্দ্য। অসংক্য বিনিদ্র রজনী স্বপ্ন-সঙ্গমে থেকে প্রেয়সীর কথা ভাবা অসাধারণভাবেই বর্ণীত হয়েছে। সবগুলো উপমা ঈর্ষনীয়। আপনার এই প্রথম মনে হয় অমৃতাক্ষর ছন্দের কবিতা পেলাম কবি। অশেষ ভালো লাগা রইলো।
-
রেনেসাঁ সাহা ১০/১১/২০১৪মড়া চাঁদের জায়গায় নিভে আসা চাঁদ হলে, শ্রুতিমধুর হত এবং জটিলতা থাকত না; বাকি কবিতা খুব ই সুন্দর হয়েছে। বারবার পড়তে ইচ্ছে করে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১০/১১/২০১৪মরা চাঁদের বিষয়টা ক্লিয়ার না। তবে কবিতাটি বরাবরের মতই ভালো লেগেছে।
-
মোহাম্মদ তারেক ০৯/১১/২০১৪অসাধারণ লিখা...বিমোহিত হলাম। সুন্দর প্রকাশের জন্য অভিনন্দন কবি।