নৈঃশব্দের ভালবাসা
[ নৈঃশব্দের ভালবাসা ]
নৈঃশব্দের ভালবাসায় কবিতারা বেঁচে থাক চিরকাল। চকিত বিশ্বাসে ঝুলন্ত অনুভবের ধূলি, উড়াই চেতনার পিরহানে। আমি মুক্তপ্রাণ তাই, শুধু গেয়ে যাই, অনুকূল শব্দেরা করে কানাকানি। কিছুটা সময় হাঁটা নিষেধের পথ ধরে তারপর; অন্ধকারে থিতু হয়ে যাওয়া। বিচ্ছূত ভাবনার মৌমাছি উড়ে, রন্ধ্রে জাগায় ভালবাসার শিহরণ আর সময় পাখীরা তখন দূরে চলে যায় নিষেধের আঙিনা ছেড়ে।
বাক-চাতুযের্র খেলা - খেলছি খানিক কবিতার পাতা জুড়ে। সময় যে ঘনায় তটে, এবার কি না যেতে হবে? নিয়তি এমনই বলে, দেখেছি তা প্রতি পলে। ডেকে যায় ক্ষীণস্বরে চঞ্চল 'বুলবুল', কখনো কি স্থির হয়, বসে পাখী একই ডালে? প্রহরে প্রহর মিলে কাটছে মিনিট ঘন্টা দিন, সময় যে হাতে আছে গোনা প্রহরের!
কি জানি কী এত সুধা করেছি বপন কবিতার পাতা জুড়ে; ঠিক তার পাইনা খুঁজে। ক্ষণে ক্ষণে বন্ধুরা করে কুশল বিনিময়, আসে শুভাশিস, প্রীতির অর্ঘ্য শত অরিহবানী; পাইনি যা আগে কভু সারাটি জনম, বিলিয়েছি যত আপনারে, নিঃশেষে যাবার আগে। জীবন ডিঙার অরিত্র আমি সুদূরের যাত্রী, কেউ নাহি পশে মোর সুখ কিবা দুঃখ। বন্ধুরা এবার বেঁধেছে ঋণে।
এত সুখ ভাল লাগা কি করে সহি?
মরণ যে ডাকে পিছে কেমনে রহি?
নৈঃশব্দের ভালবাসায় কবিতারা বেঁচে থাক চিরকাল। চকিত বিশ্বাসে ঝুলন্ত অনুভবের ধূলি, উড়াই চেতনার পিরহানে। আমি মুক্তপ্রাণ তাই, শুধু গেয়ে যাই, অনুকূল শব্দেরা করে কানাকানি। কিছুটা সময় হাঁটা নিষেধের পথ ধরে তারপর; অন্ধকারে থিতু হয়ে যাওয়া। বিচ্ছূত ভাবনার মৌমাছি উড়ে, রন্ধ্রে জাগায় ভালবাসার শিহরণ আর সময় পাখীরা তখন দূরে চলে যায় নিষেধের আঙিনা ছেড়ে।
বাক-চাতুযের্র খেলা - খেলছি খানিক কবিতার পাতা জুড়ে। সময় যে ঘনায় তটে, এবার কি না যেতে হবে? নিয়তি এমনই বলে, দেখেছি তা প্রতি পলে। ডেকে যায় ক্ষীণস্বরে চঞ্চল 'বুলবুল', কখনো কি স্থির হয়, বসে পাখী একই ডালে? প্রহরে প্রহর মিলে কাটছে মিনিট ঘন্টা দিন, সময় যে হাতে আছে গোনা প্রহরের!
কি জানি কী এত সুধা করেছি বপন কবিতার পাতা জুড়ে; ঠিক তার পাইনা খুঁজে। ক্ষণে ক্ষণে বন্ধুরা করে কুশল বিনিময়, আসে শুভাশিস, প্রীতির অর্ঘ্য শত অরিহবানী; পাইনি যা আগে কভু সারাটি জনম, বিলিয়েছি যত আপনারে, নিঃশেষে যাবার আগে। জীবন ডিঙার অরিত্র আমি সুদূরের যাত্রী, কেউ নাহি পশে মোর সুখ কিবা দুঃখ। বন্ধুরা এবার বেঁধেছে ঋণে।
এত সুখ ভাল লাগা কি করে সহি?
মরণ যে ডাকে পিছে কেমনে রহি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/১১/২০১৪bah moner katha kabitai darun
-
ইসমাত ইয়াসমিন ০৯/১১/২০১৪"এত সুখ ভাল লাগা কি করে সহি?
মরন যে ডাকে পিছে কেমনে রহি?
খুব ভাল লাগল কথাগুলো। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/১১/২০১৪কেহ নাহি পশে মোর নাকি পাশে মোর হবে?
আপনার সাথে একটু পন্ডিতি করার চেষ্টা করলাম। -
অনিরুদ্ধ বুলবুল ০৬/১১/২০১৪কবিতা পাতার বন্ধুদের কাছে আমি ঋণী।
এই কবিতায় সে ঋণের কিছু শোধ করার প্রয়াশ।
বন্ধুদের জন্য অনেক অনেক ভালবাসা। -
রেনেসাঁ সাহা ০৬/১১/২০১৪রন্ধ্রে জাগায় ভালোবাসার শিহরণ হলে ভালো লাগত কবি ।